ডেনিম ব্লু জিনস, হাতে সাদা গ্লাভস এবং বুকের মধ্যে সাদা রঙের এক চিলতে কাপড়, যার নিচ দিয়ে বেরিয়ে রয়েছে স্তনের একাংশ, উদ্ভট ফ্যাশন সেন্স দেখেই কটাক্ষের মুখে পড়েছে নেটপাড়ার নয়া সেনসেশন। তবে এবার যা করলেন উরফি, তা দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Urfi Javed) ।