ফিতে খুললেই বেরিয়ে আসবে বক্ষযুগল, পিঠখোলা পোশাকে হোলি পার্টিতে উষ্ণতা ছড়ালেন উরফি

সাড়া দেশ জুড়ে মহা আড়ম্বরে ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব। বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। কবে আসবে এই দিন।  বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। চলতি বছরে ১৮ মার্চ দোলযাত্রা উৎসব ( Holi Celebration)। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড সেলিব্রিটিরাও হোলি উদযাপনে ব্যস্ত। সেলিব্রিটিরাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় হোলির শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। সম্প্রতি উরফি জাভেদের হোলি খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হোলির দিনও ঠিক কীভাবে উষ্ণতা ছড়াতে হয় তা উরফিকে না দেখলে বিশ্বাস করা যাবে না। রঙিন হোলিতে সাদা ও লাল রঙের সাদা সালোয়ার কামিজ ও লাল ওড়না পরেই ধরা দিয়েছেন উরফি। পোশাকের সামনে থেকে পিছন পুরোটাই খোলা। ফিতে খুললেই বেরিয়ে যাবে বক্ষযুগল। কাটাছেড়া পোশাকে হোলি পার্টিতে নজর  কেড়েছেন উরফি জাভেদ।  যা দেখেই নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। উরফি ছাড়াও বি-টাউনের একাধিক সেলেবরা হোলি সেলিব্রেশন করেছেন, দেখে নিন ছবিগুলি।
 

Riya Das | Published : Mar 18, 2022 4:46 PM / Updated: Mar 18 2022, 04:48 PM IST
19
ফিতে খুললেই বেরিয়ে আসবে বক্ষযুগল, পিঠখোলা পোশাকে হোলি পার্টিতে উষ্ণতা ছড়ালেন উরফি

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে হোলি খেলতে দেখা গেছে। স্ত্রী জয়া বচ্চনকে আবির লাগিয়ে দিচ্ছেন অমিতাভ বচ্চন (Holi Celebration 2022 )।  হলুদ রঙের সালোয়ার কামিজ পরে হাতে নানা রঙের আবিরের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকেই আবির নিয়ে জয়ার কপালে লাগিয়ে দিচ্ছেন অমিতাভ বচ্চন।

29


বিয়ের পর প্রথম হোলি। স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে প্রথম হোলি সেলিব্রেশনে করছেন মৌনি রায়। নিজের ইনস্টাগ্রামে প্রথম হোলি উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মৌনি রায়। যেখানে হাতে আবির লাগিয়ে স্বামীর পাশে ঘনিষ্ঠ অবস্থায় পোজ দিয়েছেন মৌনি রায় (Holi Celebration 2022 )। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে স্বামী সূরজের পা ছুঁয়ে আবির লাগাচ্ছেন মৌনি রায়। হোলির ছবিতে দুজনকেই সাদা পোশাকে দেখা গেছে, শুধু তাই নয় অভিনেত্রীর হাতেও জ্বলজ্বল করছে শাখা ও পলা।

39

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের পর প্রথম হোলি সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন  ক্যাটরিনা কাইফ। যা মুহূর্তের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় (Vicky-Katrina Holi Celebration)।  পুরো পরিবারের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ । ক্যাটরিনার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ভিকি-ক্যাটের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতেই রং খেলায় মেতে উঠেছেন পরিবারের সকলে শ্বশুর, শাশুড়ি ও দেওর এবং স্বামী ভিকিকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ।

49

 ছবিতে দেখা যাচ্ছে বৌমার গালে লাল আবিরে রাঙিয়ে দিয়েছেন ভিকির মা এবং শাশুড়িমাকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজ দিয়েছেন ক্যাটরিনা  ভিকি ও ক্যাটের রঙিন হোলির মুহূর্ত সকলেরই নজর কেড়েছে। বলিউডের তারকা দম্পতিকে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা (Holi Celebration 2022 )।

59

নতুন বিয়ের পর প্রথম হোলি খেললেন বলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। স্বামী ভিকি জৈনর সঙ্গে হোলি খেলার কিছু ছবি প্রকাশ্যে এসেছে (Holi Celebration 2022 ) । যেখানে দুজনকেই সাদা পোশাক পরে দেখা গেছে। সাদা শাড়ি, খোলা চুলে ভিকির পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন অঙ্কিতা। স্বামীর গালেও রং লাগাতে দেখা গেছে সুশান্তের প্রাক্তন প্রেমিকাকে।

69

বলি অভিনেত্রী করিশ্মাকেও বিয়ের পর স্বামী ও পুরো পরিবারের সঙ্গে হোলি  সেলিব্রেশন করতে দেখা গেছে (Holi Celebration 2022 ) । সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই অভিনেত্রীকে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

79

হোলি সেলিব্রেশনে ব্যস্ত অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। স্বামী বিবেকের সঙ্গে হোলিতে রং খেলেছেন দিব্যাঙ্কাও। সম্প্রতি হোলি সেলিব্রেশনের বেশ কিছু ছবি সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে  দিব্যাঙ্কা তার স্বামীর গালে রং লাগাচ্ছেন। দুজনকেই সাদা পোশাক পরে দেখা গেছে। ছবিতে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা (Holi Celebration 2022 ) ।

89

 হোলির দিনও ঠিক কীভাবে উষ্ণতা ছড়াতে হয় তা উরফিকে না দেখলে বিশ্বাস করা যাবে না। রঙিন হোলিতে সাদা ও লাল রঙের সাদা সালোয়ার কামিজ ও লাল ওড়না পরেই ধরা দিয়েছেন উরফি। পোশাকের সামনে থেকে পিছন পুরোটাই খোলা। ফিতে খুললেই বেরিয়ে যাবে বক্ষযুগল। হট পোজে ভাইরাল হয়েছে উরফি জাভেদ (Holi Celebration 2022 )।

99


সম্প্রতি উরফি জাভেদের হোলি খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।কাটাছেড়া পোশাকে হোলি পার্টিতে নজর  কেড়েছেন উরফি জাভেদ।  যা দেখেই নোংরা মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Holi Celebration 2022 )। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos