গত দুই বছর ধরে করোনার কোপ পড়েছিল দোল উৎসবে। তবে চলতি বছরের করোনার প্রকোপ কম থাকায় বলি তারকাদের হোলি (Holi 2022) যে জমজমাট হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। তবে বি-টাউনে এমন কিছু তারকারা আছেন, যারা রঙে ডুবে থাকেন আবার কিছু তারকারা আছেন যারা রং এড়িয়ে চলেন, হোলিং রং মোটেই গায়ে লাগাতে পছন্দ করেন না।