এবার ক্যামেরার সামনে ব্রালেস হয়ে ধরা দিলেন উরফি জাভেদের বোন ডলি

উরফি জাভেদ প্রায়ই তাঁর অদ্ভুত ফ্যাশন সেন্সর জন্য খবরে থাকেন, কখনো বস্তার তৈরি পোশাক তো কখনো এক গোছা তার গায়ে জড়িয়ে শিরোনাম তৈরি করেন বিগবস ওটিটি খ্যাত অভিনেত্রী। এবার তাঁর বোন ডলি জাভেদের কতগুলি দারুন বোল্ড ও হট ছবি ইন্টারনেটে ক্রমাগত ঘোরা ফেরা করছে, চলুন দেখে নেওয়া যাক।

Abhinandita Deb | Published : Aug 13, 2022 1:43 PM
16
এবার ক্যামেরার সামনে ব্রালেস হয়ে ধরা দিলেন উরফি জাভেদের বোন ডলি

উরফির বোন ডলি জাভেদের কতগুলি সাম্প্রতিক ছবি নিয়ে খুবই ক্রেজ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে দেখা যাচ্ছে ব্রালেস অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন ডলি। 
 

26

উরফির বোন ডলি জাভেদের কতগুলি সাম্প্রতিক ছবি নিয়ে খুবই ক্রেজ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে দেখা যাচ্ছে ব্রালেস অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন ডলি। 
 

36

ড্রেসটির উপরের অংশ ডিপ কাট রয়েছে যার ফলে তাঁর ক্লিভেজটি স্পষ্ট বোঝা যাচ্ছে। বুকের একাংশ থেকে অনাবৃত রয়েছে পেট। সঙ্গে একি রঙের ট্রাউজার পড়েছেন ডলি, অত্যন্ত হট এবং বোল্ড দেখাচ্ছে তাঁকে। 

46

ছবিটি থেকে বোঝাই যাচ্ছে অন্তর্বাস ছাড়াই এই বোল্ড ডিপ-কাট ড্রেসটি পড়েছেন তিনি। যার ফলে আরও বোল্ড দেখাচ্ছে তাঁকে।  ছবিগুলিতে দেখা যাচ্ছে ব্রালেস অবস্থায় ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন ডলি। 

56

ডলি ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, 'বাটারফ্লাই কামস এলাইভ হবেন দেয়ার নেক্সট টু ইউ,উরফি জাভেদ প্রায়ই তাঁর অদ্ভুত ফ্যাশন সেন্সর জন্য খবরে থাকেন, কখনো বস্তার তৈরি পোশাক তো কখনো এক গোছা তার গায়ে জড়িয়ে শিরোনাম তৈরি করেন বিগবস ওটিটি খ্যাত অভিনেত্রী। এবার তাঁর বোন ডলি জাভেদের কতগুলি দারুন বোল্ড ও হট ছবি ইন্টারনেটে ক্রমাগত ঘোরা ফেরা করছে, চলুন দেখে নেওয়া যাক।

66

উরফি ও ডলি দুজনেই নিজেদের বোল্ড ছবি শেয়ার করেন। তাঁদের ফ্যানেরা প্রচুর ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন তাঁদের। দুই বোনই খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। দুজনেই তাঁদের বোল্ড ও সেক্সি লুকে মাতিয়ে রাখেন তাঁদের অনুগামীদের। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos