ফের এয়ারপোর্টে নজর কাড়লেন উরফি জাভেদ। তবে এবার খালি পায়ে জুতো ছাড়াই এয়ারপোর্টে চলে গেলেন উরফি জাভেদ। খোলা পিঠ, ব্রা ছাড়াই টপ পরেই ফের চর্চায় চলে এলেন উরফি জাভেদ। এমন একটা কোনও দিন নেই যেদিন পোশাকের জন্য শিরোনামে আসবেন না উরফি জাভেদ। তবে এবার পোশাক নয়, বরং জুতো না পরেই শিরোনামে চলে এলেন উরফি জাভেদ।