উন্মুক্ত অঙ্গে শুধুই কাদার প্রলেপ, ক্লিওপেট্রা লুকে সানবাথ উর্বশীর, মুহূর্তে ভাইরাল ছবি

Published : Jun 16, 2021, 10:16 AM IST

উর্বশী রাউটেলা, এক কথায় বলতে গেলে বলিউডে পা রাখার পরই এই অভিনেত্রী স্টানিং ফিগারে ভাইরাল। সেভাবে পসার না জমলেও কোথাও গিয়ে যেন উর্বশীর নিজের এক ভিন্ন ফ্যান বেস রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যাদের নিত্য আনাগোনা। এবার সেই ভক্তদের তাক লাকিয়েই দিলেন হট পোজ। 

PREV
18
উন্মুক্ত অঙ্গে শুধুই কাদার প্রলেপ, ক্লিওপেট্রা লুকে সানবাথ উর্বশীর, মুহূর্তে ভাইরাল ছবি

মডেলিং থেকে কেরিয়ারের শুরু। সেখান থেকেই বলিউডে পা রাখা। উর্বশীর প্রথম ছবিতেই নজর কাড়া উপস্থাপনা ঝড় তুলেছিল ভক্তমনে। 

28

প্রথম থেকেই নিজেকে তৈরি করেছেন তিনি ধাপে ধাপে। বলিউডে একের পর এক ছবিতে তাঁর হট লুকে মুহূর্তে হয়েছে ভাইরাল। 

38

তাঁর স্টানিং ফিগার বারে বারে উঠে এসেছে আলোচনার প্রসঙ্গ হয়ে। যদিও বিটাউন তাকে সেভাবে সুযোগ দিয়ে উঠতে পারেনি। 

48

তবে নেটদুনিয়ায় তিনি কুইন। একের পর এক ছবি পোস্ট করে ভাইরাল। 

58

এবার নজর কাড়লেন সাহসী লুকে, গোটা গায়ে কাদা মেখে ক্লিওপেট্রা লুক। উর্ধাঙ্গে নেই একটি সুঁতোও। 

68

রৌদ্রে বসে রয়েছেন তিনি। জানালেন এই থেরাপিতেই ত্বকের পরিচর্যা চলছে। ছবি পোস্ট হতেই তা ভাইরাল। 

78

একাধিক সাহসী পোজে ফ্রেমবন্দী হয়েছেন উর্বশী বারে বারে। তাঁর ফ্ললেস ত্বক থেকে শুরু করে হট ফিগার, কটাক্ষের শিকার হয়েছে যেমন, তেমনই তা ইউএসপিও হয়ে উঠেছে একাধিক ছবির ক্ষেত্রে।

88

এবারও তার ব্যতিক্রম হল না। ছবি পোস্ট করা মাত্রই তা ঝড় তুলল নেটপাড়ায়। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories