বনি কাপুরের সঙ্গে গোপন সম্পর্কে উর্বশী, ভাইরাল ছবি নিয়ে সরব অভিনেত্রী

বলিউডে কান পাতলে বা চোখ খোলা রাখলেই একাধিক গোপন সম্পর্কেরই হদিশ মেলে। কখনও তা প্রকাশ্যে আসে, কখনও আবার থেকে যায় পর্দার আরালেই। আবার কিছু কিছু সম্পর্ক এমন থাকে যা কেবলই চর্চার জন্যই তৈরি, কিংবা উপস্থাপনার ভঙ্গি থাকে বেশ খানিকটা আলাদা। তবে বনি কাপুর ও উর্বশী রাউটেলার সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে পড়ে, নিজেই উত্তর দিলেন অভিনেত্রী। 

Jayita Chandra | Published : May 5, 2020 4:20 AM IST
19
বনি কাপুরের সঙ্গে গোপন সম্পর্কে উর্বশী, ভাইরাল ছবি নিয়ে সরব অভিনেত্রী

ঘটনাটির সূত্রপাত একটি পার্টি থেকে। বনি কাপুর ও উর্বশী রাউটেল্লা একই পার্টি নিমন্ত্রিত ছিলেন। উর্বশীকে ঢুকতে দেখেন বনি। 

29

উর্বশীর কাছে এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ও পোজ দিয়ে তোলেন একাধিক ছবি। কখনও খুব কাছাকাছি কখনও আবার খানিকটা অন্তরঙ্গভাবে। 

39

এই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। উর্বশী রাউটেল্লার মতে তিনি কিছু বোঝার আগেই জল গড়িয়েছে অনেক দুর। 

49

বাড়িতে আসার পর টানা সাত দিন তাঁর ফোন বেজেছিল। রাত দিন একটাই প্রশ্ন, বনি কাপুরের সঙ্গে সম্পর্কটা ঠিক কোমন, তাঁদের মধ্যে গোপন কিছু আছে কি না।

59

উর্বশী কি উত্তর দেবেন বুঝে পেতেন না। তাঁকে নিয়ে এত কথা ছড়িয়ে গিয়েছিল যে বুঝিয়ে বলার অবস্থাতেই ছিলেন না তিনি। 

69

এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন উর্বশী, জানান, শুধুমাত্র ছবির একটা অ্যাঙ্গেলই সবটা নষ্ট করেছিল। ছবিটা তোলাই হয়েছিল ভুল। 

79

কথা বলার সময় ওতটা খেয়াল করিনি, তারপর ছবিগুলো দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। এই ধরনের সমস্যা বলিউডে নতুন কিছু নয়, কিন্তু আমি ওঁনাকে শ্রদ্ধা করি। 

89

এরপর থেকে বনি কাপুরের সঙ্গে খুব কম কথা হয় আমার। যতটা পারি কোনও রকমের সমস্যা যাতে না হয় তা মাথায় রাখি, উর্বশীর কথায় এই একটা ছবি তাঁকে অনেক শিক্ষা দিয়েছিল। 

99

যদিও এই বিষয় নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি বলি কাপুর। তিনি প্রথম থেকেই এই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos