ছোটবেলার প্রেম নাতাশাকে পাওয়ার জন্য কী না করতে হয়েছে বরুণকে। কিন্তু একাধিকবার প্রেমে বাধা পেয়েছেন বরুণ। এবং যার কারণেই বারেবারে ভেস্তে গিয়েছে বিয়ের দিন।
58
আরও জানা গেছে, আলিবাগের এক পাচতারা হোটেলেই বিয়ের আসর বসছে। খুব কম সংখ্যক লোকেরই সেখানে আমন্ত্রণ থাকবে বলে জানা গিয়েছে।
68
তবে কি ছিমছাম করেই বিয়ে সারতে চাইছেন বরুণ। যদিও বলিউডে এইসব খবর শোনা গেলেও নিজের বিয়ে নিয়ে স্পিকটি নট অভিনেতা।
78
ছোটবেলার বন্ধুত্ব থেকে প্রেম। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই নাতাশা দালালের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল বরুণের। সেই নাতাশার সঙ্গে আগামীর পথচলা শুরু করতে চান বলি অভিনেতা বরুণ ধাওয়ান। তবে এই ছোটবেলার বন্ধু নাতাশাকে পাওয়ার জন্ কত কিছুই না করতে হয়েছে বরুণকে।
88
রাতারাতি বন্ধু থেকে প্রেমিকা হওয়া অতটাই সহজ ছিল না। বরং একাধিকবার বরুণের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নাতাশা। ইতিমধ্যেই বাগদান পর্ব সেরে নিয়েছেন দুজনে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।