'সাহসীকন্যা' কঙ্গনাকে কুর্নিশ সিমির, পাল্টা কড়া জবাব তাপসী-স্বরার

কেটে গিয়েছে এক মাস। এখনও দোষীদের চিহ্নিত করতে পারল না মুম্বই পুলিশ। সিবআই তদন্তের দাবিতেও গর্জে উঠেছে গোটা দেশ। সুশান্ত সিং মৃত্যুরমৃত্যুর পর থেকেই স্বজনপোষণ নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে বি-টাউনের অন্দরে। সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। তিনিই প্রথম সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন এর দাবি তুলেছিলেন। তার প্রথম সারির বেশ কয়েকজনের নাম তিনিই প্রথম প্রকাশ্যে এনেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। কঙ্গনার সাক্ষাৎকার দেখেই উদ্বুদ্ধ হয়ে  এবার তার পাশে দাঁড়ালেন প্রবীন অভিনেত্রী তথা টেলিভিশন সঞ্চালক সিমি গারেওয়াল। 
 

Riya Das | Published : Jul 20, 2020 5:31 AM IST
19
'সাহসীকন্যা' কঙ্গনাকে কুর্নিশ সিমির, পাল্টা কড়া জবাব তাপসী-স্বরার

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তোলপাড়  চলছে গোটা বিশ্ব সহ সোশ্যাল মিডিয়া।  তার মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। 

29

সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তোলপাড়  চলছে গোটা বিশ্ব সহ সোশ্যাল মিডিয়া।  তার মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। 

39

সুশান্তের মৃত্যুতে তিনি কিছু  বলতে চান, কেন তাকে ডাকা হচ্ছে না এই নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। ফের আওয়াজ তুললেন কঙ্গনা।  কঙ্গনার দাবি, তিনি যাদের বিরুদ্ধে মুখ খুলেছেন টিভির পর্দায় আরও একবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন কঙ্গনা।
 যা নিয়েই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া।

49

কঙ্গনার সাহসীকতাকে কুর্নিশ জানিয়েছেন প্রবীন অভিনেত্রী তথা টেলিভিশন সঞ্চালক সিমি গারেওয়াল। কঙ্গনার সাক্ষাৎকার দেখেই এতটাই  উদ্বুদ্ধ হয়েছেন সিমি যে নিজের জীবনের এক ঘটনাকেও তুলে ধরেছেন অভিনেত্রী।

59

সিমি টুইটে জানিয়েছেন,  'কঙ্গনার মতো এত সাহস আমার ছিল না। বলি-ইন্ডাস্ট্রির একজন প্রভাবশালীও আমার কেরিয়ার নষ্ট করার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু আমি চুপ ছিলাম। আমি কিছু বলতে পারিনি'।
 

69

তিনি আরও জানিয়েছেন, 'কঙ্গনার মতো সাহস  না থাকার কারণেই তিনি বলি কেরিয়ারের সাফল্য থেকে আজ অনেকটা দূরে'। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যর ঘটনায় কঙ্গনাক লড়াইকে কুর্নিশ জানিয়েছেন মেরা নাম জোকার অভিনেত্রী।

79

তবে কঙ্গনাকে ফের একহাত নিলেন বলিউডের দুই অভিনেত্রী। এর আগেও কঙ্গনার  সঙ্গে পাঙ্গা নিয়েছিলেন বলি অভিনেত্রী তাপসী পান্নু। কঙ্গনার থেকে  বি গ্রেড অভিনেত্রীর তকমা পাওয়ার পরেই তাপসী জানিয়েছেন, 'ক্লাস টুয়েলভ পরীক্ষার পর শুনছি রেজাল্ট বেরিয়েছে। এখানেও কি বি গ্রেড সিস্টেমে ফল প্রকাশিত হয়'।

89

তবে কঙ্গনাকে ফের একহাত নিলেন বলিউডের দুই অভিনেত্রী। এর আগেও কঙ্গনার  সঙ্গে পাঙ্গা নিয়েছিলেন বলি অভিনেত্রী তাপসী পান্নু। কঙ্গনার থেকে  বি গ্রেড অভিনেত্রীর তকমা পাওয়ার পরেই তাপসী জানিয়েছেন, 'ক্লাস টুয়েলভ পরীক্ষার পর শুনছি রেজাল্ট বেরিয়েছে। এখানেও কি বি গ্রেড সিস্টেমে ফল প্রকাশিত হয়'।

99


কঙ্গনা  আরও দাবি করেছেন, সুশান্তের মৃত্যুর তদন্তে তিনি যা দাবি করেছেন, তা প্রমাণিত না হলে সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার 'পদ্মশ্রী' ফিরিয়ে দেবেন অভিনেত্রী। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া।

Share this Photo Gallery
click me!

Latest Videos