অবশেষে পরিণতি পেল দীর্ঘ তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক। প্রেমিক ভিকি জৈনর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে । এ যেন রূপকথার চেয়ে কিছু কম নয়। রাজকীয় বিয়ের পর রিসেপশন পার্টিতে তাক লাগিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। আপাতত বিয়ে -রিসেপশন সব মিটিয়ে প্রথমবার জনসমক্ষে ধরা দিলেন ভিকি ও অঙ্কিতা। তবে জানেন কি অঙ্কিতা বিয়েতে কী উপহার দিয়েছেন ভিকি, যা পেয়ে খুশিতে ডগমগ অঙ্কিতা। ভাবতেই পারছেন না এমন গিফট অপেক্ষা করছিল তার জন্য।