বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহারের বাড়িতে মাদক সেবন। এই অভিযোগ এনেছিল নেটিজেনরা। ২০১৯ সালে ২৮ জুলাইয়ের দিন হওয়া তাঁর বাড়ির পার্টিতে নাকি ড্রাগস নিয়েছিলেন বলিউডের একাধিক তারকারা। এই পার্টি থেকে একটি ভিডিও ভাইরাল হয় সেই সময়। যা করণ নিজেই আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দীপিকা, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, মালাইকা আরোরা খান সহ বাকিদের দেখে ড্রাগ নিয়েছিলেন বলেই মনে হয়েছিল নেটিজেনের। সেই ভিডিও নিয়ে এখন জল্পনা তুঙ্গে। বলিউডে থাবা বসিয়েছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। যার কারণে দীপিকা, শ্রদ্ধা, সারা, ভারতী সিং, অনেকেরই নাম উঠে এসেছে NCB-র জেরায়।
এই পার্টি নিয়ে করণ জোহারকে তলব করেছিল এনসিবি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর করণ রীতিমত ক্ষোভ উগরে দেন।
28
তাঁর কথায় এই ভিডিওটি তিনি নিজেই পোস্ট করেছিলেন। তাঁর মা-ও ছিলেন সেখানে। মা থাকাকালীন কেউ কি মাদক সেবন করে।
38
এবার প্রতিক্রিয়া দিলেন ভিকি কৌশলও। তিনি জানান, "আমরা কেউই মাদক সেবন করিনি। এই ভিডিওটা করতে করণ চারটে টেক নিয়েছিল।"
48
"প্রথম তিনটে টেকে আমারা ভালভাবে এক্সপ্রেশন দিতে পারিনি। পরে মজা করে আমরা ওই ধরণের প্রতিক্রিয়া দিই ক্যামেরা দেখে।"
58
"আমরা সকলেই সিনেমায় চরিত্রের প্রয়োজনে নেশায় আসক্ত থাকার অভিনয় করে থাকি। তেমনই করেছিলাম ভিডিওতে।"
68
"এই ভিডিওতে আমরা কেউই মাদক সেবন করছিলাম না। করণের মায়ের সামনে, বাড়িতে বসে কেউই কখনও মাদক সেবন করে না।"
78
তাঁদের বক্তব্যের পরও প্রশ্ন তুলছে নেটদুনিয়ায়। করণ জোহারের হাউজ পার্টিতে সর্বদা নিমন্ত্রিত থাকেন বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা।
88
নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অনেকেই রয়েছেন করণের পছন্দের তালিকায়। কয়েকজন স্টারকিড ছাড়া এই তালিকায় ছিলেন, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, রণবীর সিং সহ অনেকেই।