করণ বিদ্যাকে জিজ্ঞাসা করেছিলেন, সঙ্গমের সময় লাইট জালিয়ে রাখবে নাকি বন্ধ রাখবে? এর উত্তরে বিদ্যা জানান, ডিম লাইট। তারপর করণের প্রশ্ন মোমবাতি নাকি মিউজিক ? পাল্টা বিদ্যা বলেন দুটোই। এরপরই করণ জোহর প্রশ্ন করেন সুতির চাদর নাকি সিল্ক ? এ বিষয়ে বিদ্যা বলেন, সবসময় তুলো, সিল্ক দিয়ে কেমন লাগে জানি না।