সোশ্যাল মিডিয়ায় দুই সেলেবের তরফ থেকেই এখনও কোনও পোস্ট না মিললেও, বিয়ের সম্পন্ন হওয়ার খবর সামনে আসতেই নেটপাড়ায় উচ্ছ্বাস, ফারহানের দ্বিতীয় বিয়ে, তবে যৌলুসে কোনও খামতি রাখল না আখতর পরিবার, শিবানী এই পরিবারের বরাবরই খুব পছন্দের, তা আগেই জানিয়েছিলেন জাভেদ আখতর।