Published : Apr 26, 2020, 12:18 PM ISTUpdated : Apr 26, 2020, 12:21 PM IST
বলিউড এক মায়াবী জগত। যেখানে পা রাখার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন সত্যি হয় হাতে গোনা কয়েকজনের। যদিও বা বলিউডে ঠাঁই মেলে, পরবর্তীতে ততটাই কঠিন হয়ে দাঁড়ায়ে নিজের সেই জায়গা ধরে রাখতে। আর সেই ছবি মৌসুমী চট্টোপাধ্যায়ের চোখে তুলে ধরেছিলেন বিনোদ মেহেরা।
বলিউডে পা রাখার স্বপ্ন অনেকেরই চোখে থাকে। সেই স্বপ্নকে সত্যি করার আশায় তারকারা অপেক্ষা করে থাকে একটা সুযোগের। তেমনটাই ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়।
29
তখন বলিউডে বিনোদ মেহেরা মানেই রেখার নাম উঠে আসত। তাঁদের মধ্যে সম্পর্ক, তাঁদের মধ্যে থাকা নানা সম্পর্কের ওঠা পড়ার গল্পই তখন খবরের শিরোনামে।
39
বিনোদ মেহেরার সঙ্গে সম্পর্ক কখনই গোপন করেননি রেখা। প্রকাশ্যে একাধিক সাক্ষাৎকারে তা উঠে এসেছিল। বিনোদ মেহেরা ছিলেন খুব ভালো মনের মানুষ।
49
সকলের সঙ্গে ছিল অভিনেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সৌসুমীকে তিনি খুব ভালো বন্ধু মনে করতেন। ভালোবেসে ডাকতেন ইন্দু বলে।
59
মৌসুমী চট্টোপাধ্যায় পর্দায় যেমন চঞ্চল চরিত্রে প্রাণবন্ত অভিনয় করেন, ঠিক ততটাই চঞ্চল ছিলেন তিনি সেটেও। আর এটাই পছন্দ ছিল না বিনোদের।
69
তিনি মৌসুমীকে বুঝিয়েছিলেন, বলিউডে এভাবে সকলের সঙ্গে মেশা যায় না। যেভাবে তুমি সহজেই মিশে যাও তাতে বিপদ আসতে পারে।
79
মাথায় রাখবে তুমি একজন অভিনেত্রী। বুঝে কথা বলাটা একান্ত প্রয়োজন। নিজের সীমা বোঝার চেষ্টা কর। নয়তো সমস্যায় পড়তে হতে পারে।
89
বিনোদ মেহেরার এই উপদেশ কখনই ভোলেননি মৌসুমী। একাধিক সাক্ষাৎকারে এই কথা নিজেই জানিয়েছিলেন মৌসুমী।
99
বলিউডের আসল ছবিটা অভিনেত্রীর চোখের সামনে তুলে ধরেছিলেন বিনোদ। তাঁরা প্রথম একসঙ্গে কাজ করেছিলেন অনুরাগ ছবিতে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।