বিশ্বসুন্দরী তকমা থেকে বি-টাউনে প্রবেশ, সফল কেরিয়ার, বচ্চন বধূ হয়ে ওঠা এই সমস্ত রঙিন ঘটনায় সাজানো তার জীবন। যত দিন যাচ্ছে বয়স বাড়লেও সৌন্দর্যে তিনি অনেককেই ছাপিয়ে যান আজও। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ। লকডাউনে তারকাদের থ্রোব্যাক ছবি সোশ্যাল মিডিয়ায় হট ভাইরাল। তেমনই ঐশ্বর্যর একটি পুরোনো ছবি ঘিরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া বেশ কয়েকবছর আগে তার ন্যাড়া মাথার একটি ছবি তুমুল ভাবে ভাইরাল হয়েছিল। প্রথমে তা দেখে ফটোশপ মনে করেছিলেন অনেকেই। আজও এই ছবি ঘিরে জল্পনা তুঙ্গে। জানুন আসল সত্য।
একটি ছবিকে ঘিরেই আবারও শিরোনামে উঠে এসেছেন ঐশ্বর্য। সেই ছবির জন্য ফের লাইমলাইটে উঠে এসেছে তার নাম।
38
ছবিটিতে ঐশ্বর্যর মাথায় একটাও চুল ছিল না। নেরা মাথার এই ছবি ঘিরেই জোর জল্পনা শুরু হয়েছিল বি-টাউনে। তবে ছবিতেই স্পষ্ট ছিল সেটা কোনও মন্দিরে তোলা ছবি।
48
সূত্র থেকে জানা গেছে, তিরুমালা মন্দিরেই নিজের সুন্দর চুল দান করেছেন ঐশ্বর্য। কিন্তু এই বয়সে এসে কেন তিনি এমনটা করলেন, এই নিয়েই সরগরম ছিল নেটদুনিয়া।
58
পরে জানা গেছে, দীর্ঘদিন নিজের যৌবন ও সৌন্দর্য ধরে রাখতেই নাকি তিনি এমনটা করেছেন। ছবিটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।
68
কিন্তু এই গুঞ্জন আদৌ বাস্তব না মিথ্যে। এই নিয়ে দিনের পর দিন চর্চা চলে এসেছে। অবশেষে জানা গেছে, ছবিটি একটি মন্দিরেই তোলা। কিন্তু অভিনেত্রীর এক ভক্ত ফোটোশপের দ্বারা এটি করেছিলেন।
78
কিন্তু এই গুঞ্জন আদৌ বাস্তব না মিথ্যে। এই নিয়ে দিনের পর দিন চর্চা চলে এসেছে। অবশেষে জানা গেছে, ছবিটি একটি মন্দিরেই তোলা। কিন্তু অভিনেত্রীর এক ভক্ত ফোটোশপের দ্বারা এটি করেছিলেন।
88
aishwarya rai
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।