মিলছিল না সাফল্য, বলিউড ছাড়তে চেয়েছিলেন অভিষেক, চরম সময় কী উপদেশ দিয়েছিলেন অমিতাভ

স্টার কিড অভিষেক বচ্চন, বচ্চন পুত্র তাই সিনে দুনিয়ায় তার প্রতি সকলের কড়া নজর তাকে সর্বদাই টেনসনে ফেলত। বাবার তুলনায় কতটা ঠিক আর কতটা ভুল অভিষেক, কতটা যত্নের সঙ্গে ফুটিয়ে তুলতে পারছেন নিজের অভিনয়?

Jayita Chandra | Published : Apr 13, 2021 9:06 AM
19
মিলছিল না সাফল্য, বলিউড ছাড়তে চেয়েছিলেন অভিষেক, চরম সময় কী উপদেশ দিয়েছিলেন অমিতাভ

কেরিয়ার শুরু হওয়ার আগে থেকেই এমনই প্রশ্নের মুখোমুখি একাধিকবার হতে হয়েছে অভিষেককে।

29

আর সিনেমার জগতে নাম লিখানোর পর তা ওঠে তুঙ্গে। ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে থাকে জুনিয়ার বচ্চনের নাম।

39

তবে একটা সময়ের পর কেবল অবসাদ তাকে গ্রাস করতে শুরু করে। তিনি জানতেন সোশ্যাল মিডিয়া নানারকম আলোচনা-সমালোচনায় প্রত্যহ ভরে থাকে।

49

তবে সকলেই যখন ট্রোল করে বলতে শুরু করেন অভিষেক অভিনয়টা ঠিক জানেন না সমস্যা শুরু হয় সেখান থেকে।

59

দ্রুত বাবার কাছে গিয়ে হাজির হন তিনি। অমিতাভ কে বলেন অভিনয় জগতে আসাটা তার ভুল সিদ্ধান্ত ছিল।

69

এরপরই হাল ধরেন অমিতাভ। তিনি জানান তিনি অভিষেককে হেরে যেতে মানুষ করেননি।

79

এই বিশাল সূর্যের তলায় প্রতিটি মানুষকেই নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই চালিয়ে যেতে হয়।

89

অভিষেকের ঠিক তাই করতে হবে, আর অভিনয় সেটা একটার পর একটা ছবি করতে করতেই অভিনেতারা শিখে থাকেন।

99

নিজের কেরিয়ারের অন্ধকার দিক তুলে ধরে বাবার এই উপদেশ অভিষেক শেয়ার করেন সকলের সঙ্গে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos