নিয়মের বাইরে যেতে নারাজ আমির, শাহরুখের বাড়ি গিয়ে এ কি করলেন মিস্টার পার্ফেকশনিস্ট

বলিউড সেলেবদের এমন অনেক অজানা তথ্য রয়েছে যা এক কথায় বলতে গেলে শুনতে বেজায় মজার। আবার কখনও কখনও সেই   গোপন রহস্যই হয়ে ওঠে ভাইরাল। তেমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন আমির খান। শাহরুখের বাড়িতে নিমন্ত্রণ পেয়েও খেলেন না তিনি। 

Jayita Chandra | Published : Mar 7, 2021 8:40 AM / Updated: Mar 08 2021, 01:44 PM IST
19
নিয়মের বাইরে যেতে নারাজ আমির, শাহরুখের বাড়ি গিয়ে এ কি করলেন মিস্টার পার্ফেকশনিস্ট

শাহরুখ খান একবার নিজের বাড়িতে ডিনারের আয়োজন করেছিলেন। সেখানেই নিমন্ত্রণ জানিয়েছিলেন আমির খানকে।  

29


আমির খানও হাজির হয়েছিলেন শাহরুখের ডাকে। কিন্তু খেতে বসার সময়ই তিনি জানিয়ে দিলেন, শাহরুখের বাড়িতে  তিনি খাবেন না। 

39

কেন ঘটেছিল এমন ঘটনা, তা খোলসা করেছিলেন আমির খান নিজেই। এক সাক্ষাৎকারে মজার এই ঘটনা সামনে আনেন তিনি।  

49

শাহরুখ খান আমিরকে ডেকে পাঠালে নিমন্ত্রণ ফেরাননি আমির। যথারীতি রাত হতে গৌরী ডাইনিং টেবল সাজিয়ে ফেলেন। 

59

যখন তিনি শাহরুখ ও আমিরদের খেতে ডাকেন তখন আমির খান সাফ জানিয়ে দেন, যে তিনি খেতে পারবেন না। কারণ সেই সময় তিনি দঙ্গল ছবির শ্যুট করছিলেন।. 

69

এই ছবির জন্য তাঁর ৯৬ কেজি ওজনের প্রয়োজন ছিল। সেটা শ্যুট করার পর তিনি আন্ডার ওয়েট হওয়ার ডায়েটে ছিলেন। 

79

তাই শাহরুখ খানের বাড়িতে নিজের খাওয়ার তিনি নিজেই নিয়ে গিয়েছিলেন। জানিয়ে ছিলেন তিনি সেখানে খেতে পারবেন না।  

89

আমির খান পর্দায় নিজের চরিত্র নিয়ে যে কতটা সতর্ক থাকেন, তা সকলেরই জানা। তাই চিট ডে নিয়ে তিনি কোনও রিস্ক নিতে ছিলেন না রাজি।  

99

আর তা থেকেই এই সিদ্ধান্ত। ফেরাতে হয়েছিল গৌরীর প্রস্তাব। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos