ব্যাগে এই দশটি জিনিস না থাকলে বাড়ি থেকেই বেরোনই না মাধুরী, প্রকাশ্যে ধক ধক গার্লের গোপন রহস্য

কথায় বলে মেয়েদের ব্যাগ এমনিতেই বেশ রহস্য জনক। তাতে অনুমতী ছাড়া হাত দেওয়া যায় না। অথচ চাইলে যেন এক ঝটকায় সব কিছুই মেলে। যাকে বলে মেয়েরা ব্যাগে করে যেন সংসার তুলে নিয়ে বেড়ান। মাধুরীর ক্ষেত্রেও ঠিক সেটাই প্রযোজ্য। 

Jayita Chandra | Published : Feb 26, 2021 12:47 PM
19
ব্যাগে এই দশটি জিনিস না থাকলে বাড়ি থেকেই বেরোনই না মাধুরী, প্রকাশ্যে ধক ধক গার্লের গোপন রহস্য

মাধুরী এক কথায় বলতে গেলে আজও বলিউডের হার্ট থ্রোব। তাঁকে নিয়ে ভক্তমনে কৌতুলের শেষ নেই। 

29

সেই দিকে নজর দিয়েই মাঝে মধ্যে খবরের শিরোনামে চলে আসেন মাধুরী। কী তাঁর ডায়েট, কীই বা তাঁর বিউটি সিক্রেট। 

39

এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজতে থাকে সকলে। এমনই সময় প্রকাশ্যে আসল এক নয়া তথ্য। 

49

নিজের ব্যাগে ঠিক কী কী রাখা পছন্দ করেন মাধুরী! কি কি ব্যাগে না থাকলে তিনি বাড়ি থেকে বেরোন না! 

59

সম্প্রতি নিজের ব্যাগ প্রসঙ্গে মুখ খোলেন তিনি. জানান, তাঁর ব্যাগে থাকে- ফোন, চার্জার, হেট ফোন। 

69

সাজের জিনিস বলতে- চিরুনি, চুলের ক্লিপ, লিপ বাম, পার্ফিউম, সানগ্লাস, লিপস্টিক। 

79

সুরক্ষার কথা মাথায় রেখে রাখতে হয়- টিসু, টয়লেট সিড স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক। 

89

এছাড়াও সঙ্গে থাকে শ্রীরামের ছবি, বাড়ির চাবি, মাইগ্রেনের ওষুধ, মিন্ট, সুগার কিউব সঙ্গে খানিক ড্রাই ফ্রুটস। 

99

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos