বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত গৌরী, ছোট্ট সুহানা-অনন্যাকে নিয়ে নাজেহাল হতেন কিং খান

Published : Mar 01, 2021, 01:04 PM IST

শাহরুখ খান মানেই বলিউডে রোম্য়ান্সের ঝড়। পর্দায় ঠিক যতটা ঝড় তুলেছেন তিনি প্রেম নিবেদন করে, পর্দার পেছনের রোম্যান্সটাও ঠিক ততটাই নজর কাড়া। শাহরুখ খান মানেই যেন সম্পর্কের এক সঠিক ব্যালান্স। 

PREV
110
বন্ধুদের সঙ্গে পার্টিতে মত্ত গৌরী, ছোট্ট সুহানা-অনন্যাকে নিয়ে নাজেহাল হতেন কিং খান

শাহরুখ খান ও গৌরী  খানের সম্পর্কের মধ্যে যতই ঝড় আসুক, এই দুইয়ের জুটি এক কথায় হিট।

210

শাহরুখ খান ও গৌরী  খানের সম্পর্কের মধ্যে যতই ঝড় আসুক, এই দুইয়ের জুটি এক কথায় হিট।

 

310

সাধারণত পার্টি করার সময় প্রতিটা দম্পতির মধ্যেই খুটিনাটি সমস্যা থেকেই যায়, যদি তাঁদের সন্তান দেখার প্রসঙ্গ আসে। 

410

তবে শাহরুখের ক্ষেত্রে ছিল বিষয়টা পুরো উল্টো। শাহরুখ খান ছোটদের বেশ পছন্দ করেন। তাই পার্টির সময় মাসিহা হয়ে ধরা দিলেন তিনি। 

510

গৌরী খান মাঝে মধ্যেই তাঁর বন্ধুদের সঙ্গে পার্টিতে মেতে থাকতেন। তবে শর্ত ছিল একটাই।

610

সেই সময় শাহরুখ খানের ফ্রি থাকাটা জরুরী। কারণ শাহরুখ খানই ছোটদের এক হাতে সামলাতেন। 

710

অনন্যা-সুহানাদের নিয়ে বেড়িয়ে যেতেন ঘুড়তে। বাইরে শপিং করা, খেলা, গল্প করা সবটাই তিনি করতেন। 

810

গৌরীর কথায় পার্টির সময় কিং খান হয়ে যেতেন বেবিসিটার। আর তাতে বিন্দুমাত্র রাগ ছিল না কিং খানের। 

910

সম্প্রতি নেটফ্লিক্সের দৌলতে রিয়ালিটি শো-এর মধ্যে দিয়ে প্রকাশ্যে আসে এই খবর। যা মুহূর্তে ভক্তদের নজর কাড়ে। 

1010

নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories