ভেতরে থাকা চাপা রাগ, বিপাকে সইফের মা, শ্যুটিং ফ্লোরেই শর্মিলার গালে চড় মালা সিনহার

Published : Sep 19, 2020, 08:55 AM ISTUpdated : Sep 19, 2020, 09:00 AM IST

বলিউডের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে একাধিক গসিপ। তারই মাঝে থাকা একাধিক তথ্যি ভািরাল হয়ে ওঠে বিভিন্ন সময় খবরের শিরোনামে জায়গাো করে নেয়। তেমনই এক রেট্রো গসিপ আজও বলিউডের অন্দরমহলে জল্পনা সৃষ্টি করে, কীসের এত রাগ, কী নিয়ে এত বিবাদ, যার জেরে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল শর্মিলা ঠাকুরকে...

PREV
18
ভেতরে থাকা চাপা রাগ, বিপাকে সইফের মা, শ্যুটিং ফ্লোরেই শর্মিলার গালে চড় মালা সিনহার

বলিউড সেলেবদের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে খুব একটা স্পষ্ট নয় প্রকাশ্যে। 

28

কখনও ছবির স্বার্থে দুই বিপরীত মুখী তারকা একই ফ্রেমে চলে আসে, আবার কখনও পরিচালককে তারকাদের বিবাদের কোপে পড়ে সমস্যার মুখে পড়তে হয়।

38

এমনই এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মালা সিনহা ও শর্মিলা ঠাকুরের মধ্যে। একই সঙ্গে ছবি সাক্ষর করেছিলেন তাঁরা।

48

এরপর শ্যুটিং ফ্লোরে ধরা পড়ে তাঁদের মধ্যে থাকা বিবাদের ছবি। একই দৃশ্যে শ্যুট ছাড়া তাঁরা একে অন্যের সঙ্গে কথাও বলতেন না। 

58

তবে এতটা পর্যন্ত ঠিক ছিল। তবে একদিন বিবাদ এতটাই চরমে ওঠে যে শর্মিলা ঠাকুরকে মালা সিনহা একটা চড়ই মেরে বসেন। 

68

ছবির নাম ছিল হামসায়া, ১৯৬৮ সালে এই ঘটনাই তোলপাড় করেছিল বলিউড। পরবর্তী পরিচালকের হস্তক্ষেপে কোন ক্রমে শ্যুট শেষ হয়। 

78

এই নিয়ে যদিও কখনই প্রকাশ্যে মুখ খোলেননি শর্মিলা ঠাকুর। যদিও মালা সিনহাকে প্রশ্ন করা হয়েছিল পরবর্তীতে ঘটনা ঘিরে। 

88

মালা সিনহার কথায়, তিনি কখনও কারুর গায়ে হাত তোলেননি। শুধু মাত্র বচসাই হয়েছিল, বাকিটা ছবির প্রচারে ছড়িয়ে যায়। যদিও পরবর্তীতে আর কখনই তাঁদের এক সঙ্গে দেখা যায়নি। 

click me!

Recommended Stories