পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন। এবং ভারতীয় চলচ্চিত্রের সফল অভিনেত্রীদের মধ্যেও একজন। একাধিক সমালোচনা, অশ্লীলতার শিকার হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।
29
বিশেষ করে গর্ভাবস্থার আগের সময়টাতে ঠিক যতটা সুন্দর ও নিখুঁত ছিলেন, গর্ভাবস্থার পরে ততটাই মোটা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তার পর থেকেই নানা খারাপ তকমা জুটেছিল অভিনেত্রীর কপালে।
39
যদি তাতেও তিনি থেমে থাকেননি গর্ভাবস্থার পরে স্থূলকায় চেহারা নিয়েও সিনেমা থেকে কান চলচ্চিত্র উৎসব সব জায়গাতেই তিনি দাঁপিয়ে বেড়িয়েছেন।
49
কান চলচ্চিত্রে উৎসবে এই অতিরায় চেহারা লং গাউন পরেও ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তিনি কোনওকিছুতেই কর্ণপাত করেননি।
59
একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন, আপনাকে সর্বদা সুন্দর থাকতে হবে শুধু তাই নয়, সৌন্দর্যও বজায় রাখতে হবে, আর তা না হলেও নোংরা মন্তব্যের শিকার হতে হবে আপনাকে।
69
ঠিক তেমনটাই গর্ভাবস্থার পরে তাকেও হতে হয়েছিল। তিনি আরও জানিয়েছিলেন শুধু মাতৃত্বের পরেই নয়, যে কোনও সময়েই বডি শেমিংয়ের শিকার হতে পারেন।
79
ঐশ্বর্য আরও বলেছিলেন, বিভিন্ন প্রতিবেদেনও বলা হয়েছিল আমি নাকি রূপকথার জীবন ফিরে পেয়েছি। হ্যাঁ সত্যিই আমি খুবই কৃতজ্ঞ।
89
হাজারো সমালোচনা মুখোমুখি হয়েও কোনওকিছুই প্রভাব ফেলতে পারেনি তার উপর।
99
কারণ দিনের শেষে তিনি নিজের পছন্দমতোই সবকিছু বেছে নিয়েছেন। কারোর হুকুমে তিনি কোনও কিছু করেননি। সম্পূর্ণই নিজের মনের ইচ্ছা অদম্য সাহসে তিনি করতে সক্ষম হয়েছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।