বিপাশার অন্তর্বাস ধরে টানছেন দিনো, বিজ্ঞাপনে যৌনতায় মত্ত প্রাক্তন প্রেমিক-প্রেমিকা

Published : Sep 21, 2020, 12:05 PM ISTUpdated : Sep 21, 2020, 09:14 PM IST

বিপাশা বসু দ্য বং বিউটির সৌন্দর্যে হার মেনেছে অসংখ্য পুরুষ। তেমনই বলিউডের হ্যান্ডসাম হাঙ্করাও পাগল হয়েছে তাঁর চোখের চাউনিতে। জন অ্যাব্রাহাম, ডিনো মোরিয়া, এমনকি ফুটবালার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। তবে ডিনো মোরিয়ার সঙঅগে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বিপাশার। রাজ ছবিতে অভিনয় করার সময় থেকেই ঘনিষ্ঠতায় মজতে শুরু করেন বলিউডে এই দু'ই হট অভিনেতা অভিনেত্রী।

PREV
19
বিপাশার অন্তর্বাস ধরে টানছেন দিনো, বিজ্ঞাপনে যৌনতায় মত্ত প্রাক্তন প্রেমিক-প্রেমিকা

রাজ ছবিতে তাঁদের একাধিক ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই সঙ্গমের দৃশ্যে অভিনয় করতে করতেই শুরু হয় প্রেমালাপ। 

29

একে অপরের প্রেমে তাঁরা একেবারে হাবুডুবু খেয়েছিলেন সেই সময়। সেই প্রেমালাপের সুযোগ নিয়েছিল এক ব্র্যান্ড। 

39

একটি আন্ডারগারমেন্ট অর্থাৎ অন্তর্বাস তৈরির কোম্পানি বিপাশা এবং ডিনোকে একটি বিজ্ঞাপনের জন্য সই করায়। 

49

অন্তর্বাসের বিজ্ঞাপন মানে বোল্ড তো হবেই। এদিকে বিপাশা এবং ডিনো দু'জনেই বোল্ড চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দবোধ করেন। 

59

সেই বোল্ডনেস তাঁদের দেখাতে হয়েছিল বিজ্ঞাপনে। হট পোজই কেবল নয়। অন্তর্বাসে তাঁদের মজতে হবে ঘনিষ্ঠভাবে। 

69

লঞ্জাহরে পরে উল্টো হয়ে শুয়ে আছেন বিপাশা এবং ডিনো পিছন থেকে দিয়েছেন পোজ। 

79

কেবল পোজই দেননি। বিপাশার প্যান্টিতে কামড় বসিয়ে রীতিমত টানছেন সেটি। 

89

যা ভারতীয় সংস্কৃতির অবমাননা করেছিল বলে অভিযোগ আসে একাধিক জায়গা। 

99

আইনি অভিযোগ দায়ের হতেই বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হন নির্মাতারা। যদিও বিজ্ঞাপনটির ছবি আজও ইন্টানেটে পাওয়া যায়।  

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories