চুম্বন থেকে সহবাস, অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী, ইমরানের নোংরামি দেখে রক্ত বার করেছিলেন স্ত্রী

বলিউডে সিরিয়াল কিসার বলেই সবার আগে একজনের নাম মনে আসে। তিনি হলেন ইমরান হাশমি। পর্দায় ঘনিষ্ঠ চুম্বনে শিহরণ জাগাতে জুড়ি মেলা ভার অভিনেতা। লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে উত্তেজনা জাগানো অভিনেতার বাস্তব জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ইমরান হাশমিকে দেখে আঁচড়ে রক্ত বার করে দিয়েছিলেন স্ত্রী। পরের পরিণতি জানলে আঁতকে উঠবেন।

Riya Das | Published : Mar 22, 2021 10:57 AM
19
চুম্বন থেকে সহবাস, অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী, ইমরানের নোংরামি দেখে রক্ত বার করেছিলেন স্ত্রী


বলিউডের সেক্সিয়েস্ট অভিনেতা ইমরান হাশমির ব্যক্তিগত  জীবন জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

 

29

লিপলক থেকে সঙ্গমের দৃশ্যে উত্তেজনা জাগানো অভিনেতার বাস্তব জীবন কেমন, তা জানতে আগ্রহী ভক্তরা।

39

ইমরান হাশমিকে অনেকেই প্রশ্ন করতেন অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপনাকে দেখার পর আপনার স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হয়।

49


তবে বরাবরই নিজের  ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেতা। কখনই নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনা করেন না অভিনেতা।

59

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা।  স্বামী ইমরানকে কখনওই অন্য় মহিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মেনে নিতে পারেননি ইমরান পত্নী পারভিন। অন্য মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত স্বামী। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে ইমরান হাশমিকে দেখে রীতিমতো হতবাক হয়েছিলেন পারভিন।

69


'মার্ডার' ছবির প্রিমিয়াকে মল্লিকা শেরওয়াতের সঙ্গে শরীরী মেলামেশা দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি পারভিন। এগুলো কী করছ তুমি, এটা আর যাই হোক বলিউডের ধাঁচ নয়।

79

এখানেই শেষ নয়,ইমরানের হাত আঁচড়ে রক্ত বার করে দিয়েছিলেন স্ত্রী। সেই নখের দাগও দীর্ঘদিন দগদগে ছিল অভিনেতার হাতে।

89

অন্য মহিলাকে চুমু খাওয়া হোক কিংবা সঙ্গমের ঘনিষ্ঠ দৃশ্য হোক স্বামীকে এভাবে মানিয়ে নিতে অনেকটাই অসুবিধা হয়েছিল পারভিনের।

99


যদিও স্ত্রীকে মানিয়ে নেওয়ার নতুন পদ্ধতি অবলম্বন করে বোঝাপড়াক মাধ্যমেই নিজেদের সম্পর্ক অটুট রেখেছেন ইমরান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos