হৃত্বিক রোশন ও করিনা কাপুর এক কথায় বলতে গেলে ছিলেন পাওয়ার কপিল। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছে এই জুটি। কিন্তুু তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন ছিল! রিল লাইফের প্রেম কী জায়গা করে নিয়েছিল রিয়েল লাইফে! উঠেছিল প্রশ্ন...
হৃত্বিক রোশন যখন একের পর হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন, ঠিক তখনই পর্দায় হাজির হয়েছিল হৃত্বিক করিনা জুটি। যাঁদের উপস্থিতিতেই বাজিমাত ছবি।
28
পর্দায় এই জুটি সকলের মনে ঝড় তুলত। কিন্তু বাস্তবে ক্রমেই খারাপ হয়ে যাচ্ছিল তাঁদের মধ্যে সম্পর্ক।
38
কারণ খোলসা করে জানালেন করিনা কাপুর। পর্দায় কোনও নয়া সেলেব জুটি মানেই তাঁদের নিয়ে চুল চেরা বিশ্লেষণ শুরু।
48
করিনা কাপুরও তার ব্যতিক্রম ছিলেন না। হৃত্বিকের সঙ্গে নাম জড়ায় তারও।
58
এতেই বিপত্তি। কয়েকদিনের মধ্যেই তাঁদের মধ্যে থাকা সম্পর্কের জল্পনা এতটাই বেড়ে যায় যে সেটে তাঁরা সহজ হতে পারছিলেন না।
68
করিনার দাবি তাঁরা খুব ভালো বন্ধু ছিলেন। সেটে খুব মজা করেই কাটত সময়।
78
কিন্তু একটা সময়ের পর নষ্ট হতে বসে কেবল মাত্র কিছু গসিপ ও উড়ো খবরের জেরে। যা অস্বস্তিতে ফেলে দিত তাঁদের।
88
মজা করে আর একে অন্যের কাছে আসা, সময় কাটানো কিছু করতে পারতেন না, কেবল মাত্র হেডলাইমনের ভয়। যা নষ্ট করছিল তাঁদের মধ্যে থাকা সম্পর্ককে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।