পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত মালাইকা, আরবাজকে ছাড়ার সিদ্ধান্তে কী বলেছিল আরহান

Published : May 17, 2021, 10:54 AM IST

 সালটা ২০১৬। বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার।  বেশ কয়েকদিন আগেই নিজের বিবাহ-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা। নিজের সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেও অবশেষে শেষরক্ষা হয়নি। ফের তাদের পুরোনা প্রেম নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া।  অভিনেতা আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর বলি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে নাম জড়ায় মালাাইকা। চরম ঘনিষ্ঠতাতে সর্বদাই মজে থাকে এই যুগল। বয়সে ছোট মালাইকার জীবনসঙ্গীকে দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল ছেলে আরহানের। কীভাবে মেনে নিয়েছিল মায়ের নতুন সম্পর্ককে।

PREV
111
পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত মালাইকা, আরবাজকে ছাড়ার সিদ্ধান্তে কী বলেছিল আরহান

বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বরাবরই একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন তিনি।

211

নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। ফ্যাশন স্টেটমেন্টে আইকনের বদলে প্রেম নিয়ে ফের শিরোনামে উঠে এসেছেন মালাইকা আরোরা।

311

বেশ অনেকবছর ধরেই অর্জুন কাপুরের সঙ্গে রিলেশনে রয়েছেন মালাইকা আরোরা। গত বছর মুম্বইতে অনুষ্ঠিত মালাইকার জন্মদিনের অনুষ্ঠানে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা ও আরবাজ খানের ছেলে আরহানকে খোশমেজাজে দেখা গিয়েছিল।

411

মালাইকার জন্মদিনের পার্টিতে মায়ের জীবনসঙ্গী নিয়ে বেজায় খুশি ছিলেন আরহান। 

511

 নাচ থেকে সেলফিতে যখন মজে ছিল মালাইকা, তখনই আরহান এবং অর্জুনকে একসঙ্গে বেশ অনেকক্ষণ দেখা গিয়েছিল।

611


তারপর থেকে কানাঘুষো শুরু হয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। সকলেই প্রায় বলতে শুরু করেছিলেন, মায়ের সম্পর্ককে মেনেই নিয়েছেন ছেলে আরহান।

711

তবে শুধু মা নয়, বরং বাবার মডেল বান্ধবী জর্জিয়ার সঙ্গেও আরবাজের সম্পর্ককে মেনে নিয়েছে তাদের ছেলে।

811

এত বড় ছেলে থাকা সত্ত্বেও বয়সে ১০ বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার রোম্যান্স নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি নায়িকাকে।

911

যদিও নেটিজেনদের সমালোচনাতে কোনও মন্তব্যও করেননি মালাইকা।

1011

বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি।

1111

অন্যদিকে মায়ের সঙ্গেই থাকে আরহান। তবে বাবা আরবাজের সঙ্গেও তার সম্পর্ক বেশ ভাল।

click me!

Recommended Stories