আন্ডারআর্মসে স্পষ্ট ফুটে উঠেছে 'ঘন লোম', সাহসী ফোটোশুটে ট্রোলের মুখে মালাইকা

Published : Jul 04, 2020, 08:56 AM ISTUpdated : Jul 04, 2020, 08:59 AM IST

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। । লকডাউনে তারকাদের পুরোনো সম্পর্ক, সাক্ষাৎকার, ভিডিও, ছবিতে মজেছেন নেটিজেনরা। সম্প্রতি মালাইকা আরোরারও একটি পুরোনো ছবি ভাইরাল হয়েছে, যেখানে ফ্যাশন স্টেটমেন্টে আইকনের বদলে ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। যদিও মাঝেমধ্যেই  নিজের ফ্যাশন নিয়ে সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। কিন্তু বলি ফ্যাশনিস্তা মালাইকার এই ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। 

PREV
110
আন্ডারআর্মসে স্পষ্ট ফুটে উঠেছে 'ঘন লোম', সাহসী ফোটোশুটে ট্রোলের মুখে মালাইকা

সম্প্রতি লকডাউনের মধ্যে নেটদুনিয়া উত্তাল হয়েছে মালাইকাকে নিয়ে। সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। 

210

সম্প্রতি একটি পুরোনো ছবি প্রকাশ্যে এসেছে মালাইকার। নিজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

310

সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি।

410

বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও নিউকামারদের টেক্কা দিতে প্রস্তুত মালাইকা।

510

মেক আপ থেকে পোশাক, বিবাহ বিচ্ছেদ থেকে প্রেম, জিম থেকে যোগা, সবেতেই লাইমলাইটে থাকেন মালাইকা আরোরা।

610

বেশ কয়েকমাস আগেই হট পোজে টোনড ফিগারের ছবি পোস্ট করেছিলেন মালাইকা। আর ছবি পোস্ট করা মাত্রই নেটিজেনদের নজর কেড়েছিলেন অভিনেত্রী।

710

উন্মুক্ত ক্লিভেজে দৃষ্টি আকর্ষণ করলেও অপরিস্কার আন্ডারআর্মসের কারণেই তিনি নজরে এসেছিলেন ভক্তদের। একাধিক কমেন্টেও ভরে গিয়েছিল তার সোশ্যাল মিডিয়ার পাতা।

810

কেউ কেউ কমেন্টে জানিয়েছেন, আন্ডারডার্মস দেখো ম্যাডাম জি। আবার কেউ কমেন্টে জানিয়েছেন, আন্ডারআর্মস তো ওয়াক্স কর লেতি- এই ধরনের কুরুচিকর মন্তব্যে ভরে উঠেছিল তার সোশ্যাল মিডিয়ার পাতা।

910

তবে অনেকেই আবার তার এই ছবিতে সাহসীকতাকে তুলে ধরেছিলেন। এবং বলেছিলেন এমন ছবি পোস্ট করার মতো সাহসই বা কজনের থাকে।

1010


যদিও নেটিজেনদের সমালোচনাতে কোনও মন্তব্যও করেননি মালাইকা। বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি।

click me!

Recommended Stories