ঐশ্বর্যকে 'Divorce' দিচ্ছেন অভিষেক, বিবাহ-বিচ্ছেদের খবরে কী জবাব দিয়েছিলেন জুনিয়র বচ্চন

অভিষেক বচ্চন নাকি ডিভোর্স দিচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চনকে। রাতারাতি এই খবরে উত্তাল হয়েছিল বলিউড।  বচ্চন পরিবারে বিচ্ছেদের খবরে ঘুম উড়েছিল ভক্তদের। দীর্ঘ এক দশকের বিবাহিত সম্পর্কে ইতি টানতে চেয়েছিলেন দুজনেই। আর সেকথা নাকি খোদ জানিয়েছিলেন বিগ বি। যদি সরাসরি না বললেও বলিমহলে তা জানাজানি হতে খুব বেশি সময় নেয়নি। কী কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল বচ্চন বধূ তা নিয়েও জল্পনা তুঙ্গে। বিবাহ বিচ্ছেদের খবর পেয়ে কী প্রতিক্রিয়া হয়েছিল অভিষেক বচ্চনের, জানলে অবাক হবেন।

Riya Das | Published : Feb 5, 2021 9:40 AM
19
ঐশ্বর্যকে 'Divorce' দিচ্ছেন অভিষেক,  বিবাহ-বিচ্ছেদের খবরে কী জবাব দিয়েছিলেন জুনিয়র বচ্চন


বেশ কিছুদিন আগেই ঐশ্বর্যর একটি ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল। সেখানেই প্রথম তাদের দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। আর সেকথা খোদ জানিয়েছিলেন বিগ বি।

29

অভিষেক বচ্চন নাকি ডিভোর্স দিচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চনকে। রাতারাতি এই খবরে উত্তাল হয়েছিল বলিউড।  বচ্চন পরিবারে বিচ্ছেদের খবরে ঘুম উড়েছিল ভক্তদের।

39


অভিষেক সেই ভিডিও ক্লিপিংস শোনার পরেই প্রচন্ড রেগে গেছিলেন। সংবাদমাধ্যম যখন অভিষেককে তাদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করে তখনও অভিনেতা বেজায় চটে গিয়েছিলেন।

49

অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা আমার জানা। কোনও তৃতীয় মাধ্যম আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোন মতামত দিক এটা আমি মেনে নেব না।

59

অভিষেক এও দাবি করেছিলেন তারা দুজন দুজনকে কতটা ভালবাসে সেটা তারা ভাল করে জানে

69


মিডিয়ার দ্বারা কখনওই কারোর ব্যক্তিগত জীবন পরিচালিত হতে পারে না। মিডিয়া নিজের স্বার্থেই যখন যা কিছু বলে দিতে পারে।

79

তবে সবসময় মিডিয়াকে খুশি রাখা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছিলেন অভিষেক।

89

অভিষেক আরও জানিয়েছিলেন, সম্পর্কের মধ্যে যেটা সবথেকে  দরকার সেটা হল বোঝাপড়া। ঝগড়া সব সম্পর্কেই থাকবে। 

99

কমিউনিকেশন ঠিক থাকলেই সব সমস্যার সমাধান সম্ভব। এবং এটাই বিশ্বাস করেন অভিষেক।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos