"দেখি কে গুলি চালায়", আবু সালেমের হুমকি করণকে, বন্ধুর জন্য প্রাণ দিতে রাজি ছিলেন কিং খান

অ্যান আনস্যুটবল বয়, করণ জোহারের বায়োগ্রাফিতে এমন বহু অজানা কথা প্রকাশ্যে আসে। সেই বই থেকেই জানা যায় এক সময় করণ জোহারের জন্য শাহরুখ খান গুলি পর্যন্ত নিতে রাজি ছিলেন। ইন্ডাস্ট্রির সকলের ভাই বলতে কেবল সলমন খানকেই চেনে। তবে করণের কাছে তাঁর ভাই বলতে একজনই শাহরুখ। তাঁর সেরা হিরো, কফি উইথ করণের সেরা অথিতি, সবই শাহরুখ। কঙ্গনা রনাওয়াত এবং অসংখ্য সিনেপ্রেমীদের কথায় করণ নেপটিজমের ফ্ল্যাগ বেয়ারার বললেও শাহরুখের মত একজন আউটসাইডারকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছিলেন। এর পিছনেও রয়েছে একটি কারণ। 

Adrika Das | Published : May 15, 2020 3:42 PM IST
110
"দেখি কে গুলি চালায়", আবু সালেমের হুমকি করণকে, বন্ধুর জন্য প্রাণ দিতে রাজি ছিলেন কিং খান

১৯৯৮ সালে করণের জীবনে এমন এক মুহূর্ত আসে যার কারণে শাহরুখের কাছে আজও কৃতজ্ঞ করণ। এমনকি সারাজীবনেও শাহরুখের এই ঋণ সোদ করতে পারবেন না তিনি। আন্ডারওয়ার্ল্ড ডন আবু সালেম কুছ কুছ হোতা হ্যয় মুক্তি পাওয়ার সময় করণকে প্রাণের হুমকি দিতে থাকে। 

210

সেই সময় করণের পাশে শাহরুখে এক প্রকৃত বন্ধুর মত দাঁড়িয়ে ছিলেন। করণ যে এই পরিস্থিতিতে একা নেই সেই আশ্বাস দিয়ে তাঁর জন্য গুলি খেতেও রাজি ছিলেন। 

310

তিনি সেই সময়ের কথা মনে বইতে লেখেন, "আমার এখনও মনে আছে দিনটা ছিল সোমবার। আমার কার্ড তৈরি করছিলাম প্রযোজনরা কাজের জন্য পাঠাতে হত।"

410

সেই দিন করণের মাসিও ছিলেন সেটে। তিনি মাসিকে বাড়ি ছাড়তে গিয়েছিলেন। বাড়িতে শুধু ছিলেন তাঁর মা হিরু জোহার। কাজের লোকেরাও কেউ ছিল না বাড়িতে। 

510

সেই সময় ফোন বেজে ওঠে। করণের মাই ফোন তোলেন। আন্ডারওয়ার্ল্ড থেকে আসা ফোনের ওপার থেকে একজন বলে উঠল, "আপনার ছেলে লাল রঙের জামা পরে আছে আমরা ওকে দেখতে পাচ্ছি। আমরা ওকে এখনই শ্যুট করে ফেলব যদি ও শুক্রবার ছবিটা রিলিজ করে।"

610

কোনও এক কারণে কুছ কুছ হোতা হ্যয় শুক্রবার মুক্তি পাক, সেটা চায়নি আন্ডারওয়ার্ল্ডের লোকজন। করণ এবং কেউই সেই কারণের বিষয় এখনও কিছু জানেন না।

710

করণের মা স্বাভাবিকভাবেই ভয়েতে কাঁপতে শুরু করেন। বাড়ি থেকে চটজলদি বেরিয়ে এসে লিফ্টের বোতাম টিরতে থাকেন। সেই সময় লিফ্টে করে করণ উঠে এসেছেন। 

810

করণকে দেখেই হাঁপাতে হাঁপাতে তিনি বলেন এখনই পুলিশ ডাকতে হবে, আন্ডারওয়ার্ল্ড থেকে ফোন এসেছিল। তোমায় মেরে ফেলতে চায় ওরা। 

910

সেই দিন সন্ধেবেলা করণের বাব, শাহরুখ এবং আদিত্য চোপড়া সকলেই করণের বাড়িতে ছিলেন। পুলিশ করণকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়ে ছবি শুক্রবারেই রিলিজ করার কথা বলে।

1010

করণের মা কিছুতেই এই সিদ্ধান্তে রাজি ছিলেন না। শাহরুখ করণের মা কে বোঝান। এবং করণের টেনে বাইরে নিয়ে গিয়ে বলেন, "দেখি কে তোমায় শ্যুট করে, এখানেই দাঁড়িয়ে আমি, তোমায় ঢেকে, দেখি কে গুলি চালাবার সাহস পায়।"

Share this Photo Gallery
click me!

Latest Videos