পরকীয়ায় মত্ত বলিউডের বাদশা শাহরুখ খান। কথাটা শুনে অনেকেই বিশ্বাস না করলেও তেমনটাই মনে করতেন ডেভিড পুত্র বরুণ। কলেজে পড়াকালীন ত্রাণ তহবিলের জন্য শাহরুখের বাড়িতে চাঁদা তুলতে হাজির হন ছোট্ট বরুণ। শাহরুখ খানের মন্নত-এ গিয়ে বেল বাজানোর পর দরজা খুলতেই হতভম্ব হয়ে গেছিলেন। কী এমন দেখেছিলেন বরুণ, ফাঁস করলেন নিজেই।