প্রতারণার ফল, গোপনে বেড়ে ওঠা রণবীর-ক্যাটরিনার সম্পর্কে ভাঙন ধরালেন কারা

Published : Oct 03, 2021, 10:17 AM IST

রণবীর কাপুরের জীবনে একের পর এক অভিনেত্রীর ছিল নিত্য আনাগোনা। এরই মধ্যে সব থেকে বেশি ঝড় তুলেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে তাঁর চোখকে ফাঁকি দিয়েই সামনে উঠে আসে ক্যাটরিনা ও রণবীরের সম্পর্কের ছবি। 

PREV
19
প্রতারণার ফল, গোপনে বেড়ে ওঠা রণবীর-ক্যাটরিনার সম্পর্কে ভাঙন ধরালেন কারা

ক্যাটরিনা কইফের (Katrina Kaif) জীবনে তখন অঘোষিত সলমন খানের আনা গোনা। হাতে আসে আজব প্রেম কী গজব কাহানি ছবির প্রস্তাব। সালটা ২০০৯।

29

এই সময় দীপিকার (Deepika Padukone) সঙ্গে  এক প্রকার চুটিয়ে  প্রেম করছেন রণবীর  কাপুর (Ranbir Kapoor) । এমনই সময়  জীবনে আসে ক্যাটরিনা কইফ। 

39

সলমন ও দীপিকার অলক্ষ্যেই সম্পর্ক চালাতে থাকেন দুই তারকা। কিন্তু কোথাও গিয়ে যেন তাঁদের এই সম্পর্কের খবর প্রকাশ্যে আনতে চাইছিলেন না তাঁরা।

49

দুজনের মধ্যের সম্পর্ক যখন তুঙ্গে তখনই সব ভুলে আবারও দীপিকার সঙ্গে ছবি করতে রাজি হয়ে যান রণবীর কাপুর।

59

তবে সেই গোপন সম্পর্ক বেশিদিন চাপা পড়ে থাকে না। সামনে উঠে আসে তাঁদের ছবি। যদিও এই সময় সলমন খান পাশে দাঁড়িয়েছিলেন ক্যাটরিনার।

69

তাঁদের মধ্যে সম্পর্ক যখন তুঙ্গে, এমনই সময় সামনে উঠে আসে, রণবীর ও দীপিকার পরবর্তী ছবির খবর। সেটে আবারও কাছাকাছি আসেন রণবীর ও দীপিকা।

79

দীপিকার সঙ্গে রণবীরের এই নিত্য সম্পর্কের জল্পনা সহ্য করতে পারেন না ক্যাটরিনা। প্রকাশ্যেই জানিয়ে দেন, তিনি অস্বস্তি বোধ করছেন।

89

এমনই পরিস্থিতিতে সলমন খানের কাছে আবারও ফেরেন ক্যাটরিনা। মনের সব কথা খুলে বলেন। পাশে থাকেন ভাইজান (Salman Khan)। তবে তখন তাঁর মনেও খুশির মেজাজ।

99

বিয়ের মুখ পর্যন্ত গড়ানো এই সম্পর্ক শুরুর সময়ও সামনে এসেছিল দীপিকা ও সলমন খানের নাম, পরবর্তীতে যখন বিচ্ছেদ হয়, তখনও সামনে উঠে আসে এই দুজনের নাম।

click me!

Recommended Stories