দক্ষিণের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক বি-টাউনের অভিনেত্রীদের, রইল তালিকা

Published : Feb 25, 2020, 06:03 PM IST

বলিউডে দক্ষিণী সিনেমার রিমেক হামেশাই হয়েই চলেছে। টলি হোক বা বলি এমন অনেক সুপারহিট চলচ্চিত্র রয়েছে যা আদপে দক্ষিণী সিনেমার রিমেক। বিষয়টা নতুন নয়, দীর্ঘদিন ধরেই এটা হয়ে আসছে।  কিন্তু এটা জানেন কী বলিউডের প্রথম সারির তাবড় তাবড় অভিনেত্রীরা তাদের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী সিনেমা দিয়েই। দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন সেই তালিকায়। জেনে নিন কোন ছবির হাত ধরে রূপোলি পর্দায় অভিষেক ঘটেছিল অভিনেত্রীদের। আর কারাই বা রয়েছেন সেই তালিকায়। দেখে নিন সেই তালিকা।

PREV
16
দক্ষিণের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক বি-টাউনের অভিনেত্রীদের, রইল তালিকা
বলিউডের প্রথম সারির তালিকায় সবার প্রথমেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। ২০০৬ সালে কন্নড় ছবি 'ঐশ্বর্য' দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। ছবিটি সুপারহিটের তকমাও পেয়েছিল। এমনকী ২০০৬ সালে প্রথম পাঁচ হিট ছবির তালিকায় ঢুকে পড়েছিল। সেই বছরই 'ওম শান্তি ওম' ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল দীপিকার।
26
বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন প্রিয়ঙ্কা চোপড়া। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডের পাশাপাশি হলিউডেও নিজে ছাপ ফেলেছেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা চোপড়াও দক্ষিণী ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। ২০০২ সালে তামিল ছবি 'তামিঝান'-এ তিনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন।
36
প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি দিয়ে। ১৯৯৭ সালে মনিরত্নমের ছবি 'ইরুভার'-এ তাকে প্রথম দেখা গিয়েছিল।
46
দিশা পাটানিও খুব কম সময়ের মধ্যে লাইমলাইটে চলে এসেছিলেন। কিন্তু বলিউডে প্রথম নয়, তেলেগু ছবি 'লোফার'-এ তাকে প্রথম দেখা যায়। ২০১৫ সালে বরুণ তেজের বিপরীতে তাকে প্রথম দেখা যায়।
56
অনেকেই হয়তো জানেন না কৃতি শ্যানন তার ফিল্মি কেরিয়ার শুরু করেছিল তেলেগু চলচ্চিত্রের মাধ্যমে। ২০১৪ সালে '১-নেনোক্কাডাইন' সাইকোলজিক্যাল থ্রিলার দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। টাইগার শ্রফের বিপরীতে 'হিরোপান্তি' ছবিতে তিনি বলিউডে প্রথম ডেবিউ করেন।
66
ইয়ামি গৌতমও নিজের কেরিয়ার শুরু করেছিলেন কন্নড় ছবি দিয়ে। ২০১০ সালে 'উল্লাসা উতসাহ' ছবিতে প্রথম ডেবিউ করেন অভিনেত্রী। বক্স অফিসে সাড়া না ফেললেও ইয়ামির অভিনয় দর্শকদের মনে ধরেছিল। তারপর ২০১২ সালে 'ভিকি ডোনার' ছবিতে তার ডেবিউ হয় বলিউডে।
click me!

Recommended Stories