বাড়ির সকলের মত ছাড়াই বসতে হয় বিয়ের পিঁড়িতে। যদিও কেটে গিয়েছে ২২ বছর, তাঁদের সম্পর্কে এখনও কোনও আঁচ আসেনি। অজয় দোবগণ ও কাজল, বলিউডের এই পাওয়ার কপিল, এক কথায় বলতে গেলে একে অন্যকে চোখে হারায়। কিন্তু কেমন তাঁদের সম্পর্কের সমীকরণ। একাধিক অনুষ্টানে বা প্রকাশ্যে তাঁদের আচরণ দেখেই অনুমান করাটা সহজ।