সীতার মত পবিত্র চরিত্র পেয়ে এ কী কাণ্ড ঘটালেন করিনা, মুহূর্তে বয়কটের ডাক নেটপাড়ায়
শনিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় করিনা কাপুরের বয়কটের ডাক। একের পর এক পোস্ট ঘিরে উঠতে থাকতে একটাই জল্পনা, এ কী করলেন করিনা, সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত, বিষয়টা ঠিক কেমন, স্পষ্ট করল সেই নেট মহল।
করিনা কাপুর খান, এক কথায় বলতে গেলে এই সেলেবে যে ক্যাটাগরির বলিউড স্টার তা নিঃসন্দেহে বক্স অফিসে প্রভাব ফেলে।
করিনা কাপুর নিজেও তা জানেন। নিজের এক আলাদা ফ্যান বেস থাকার ফলেই তিনি বলিউডে দাপটের সঙ্গে রাজ করেন।
ফলে তাঁর বাজার দরটাও ঠিক তেমনই হওয়া উচিৎ। এই যুক্তিতেই এবার করিনা কাপুর খান বিস্তর পারিশ্রমিক হেঁকে বসললেন সীতা চরিত্রের জন্য।
সদ্য বলিউডের গসিপে উঠে আসা নতুন ছবির খবর, সীতা সাগা, এই ছবিতে সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান করিনা।
এতদূর পর্যন্ত ঠিক ঠিল। এরপরই শুরু হয় নয়া জল্পনা। সীতার চরিত্রে অভিনয়ের জন্য করিনা কাপুর চেয়ে বসেন ১২ কোটি টাকা।
এতেই বেজায় আপত্তি নেট দুনিয়ার। সীতার চরিত্রের জন্য এত টাকা, এতে ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই মত নেটবাসীদের।
এরপরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে বয়কট করিনা কাপুরের ডাক ওঠে।
এখানেই শেষ নয়, বিভিন্ন পোস্টটে উঠে আসে আরও অন্যান্য সেলেবদের ছবি, কেউ বলে চরিত্রের জন্য কঙ্গনা ছিলেন ঠিক, কেউ বলেন অনুষ্কা। সব মিলিয়ে এখন নেটদুনিয়ায় ট্রেন্ডে বেবো।