সহবাস-রোম্যান্স এখন অতীত, সত্যিই কি ৬ বছরের সম্পর্ক ভেঙে দিলেন টাইগার-দিশা?

বলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর। বলিউডে প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। এবার দিশা পাটানি ও টাইগার শ্রফের ব্রেক আপের খবর নিয়ে  জোর জল্পনা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৬ বছরের সম্পর্কে নাকি ইতি টেনেছেন দুজনেই। বলিপাড়ার অন্যতম চর্চিত জুটির ব্রেকআপের খবরেই ঘুম উড়েছে ভক্তদের। বলিউডের অন্যতম হট হ্যাপেনিং জুটির বিচ্ছেদের খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দুজনেই নাকি প্রেমে ইতি টেনেছেন, এমনটাই ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে। একের পর এক বিচ্ছেদের খবরে তোলপাড় টিনসেল টাউন। টাইগারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে , তারা আর সম্পর্কে নেই। যদি এই বিষয় নিয়ে স্পিকটি নট টাইগার ও দিশা।
 

Riya Das | Published : Jul 27, 2022 5:41 AM IST / Updated: Jul 27 2022, 11:12 AM IST
19
সহবাস-রোম্যান্স এখন অতীত, সত্যিই কি ৬ বছরের সম্পর্ক ভেঙে দিলেন  টাইগার-দিশা?

বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। একের পর এক বিচ্ছেদের খবরে তোলপাড় বি-টাউন। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়েছে দিশা পাটানি ও টাইগার শ্রফের। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে।
 

29

দীর্ঘ প্রায় ৬ বছরের সম্পর্কে নাকি ইতি টেনেছেন দুজনেই। বলিপাড়ার অন্যতম চর্চিত জুটির ব্রেকআপের খবরেই ঘুম উড়েছে ভক্তদের।  দিশা পাটানি ও টাইগার শ্রফের ব্রেক আপের খবর নিয়ে  জোর জল্পনা শুরু হয়েছে। বলিউডের অন্যতম হট হ্যাপেনিং জুটির বিচ্ছেদের খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দুজনেই নাকি প্রেমে ইতি টেনেছেন, এমনটাই ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে। 

39


একের পর এক বিচ্ছেদের খবরে তোলপাড় টিনসেল টাউন। টাইগারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে , তারা আর সম্পর্কে নেই। যদি এই বিষয় নিয়ে স্পিকটি নট টাইগার ও দিশা। এই বছরটা যেন মোটেই ভাল খবর দিচ্ছে না। একাধিক বিচ্ছেদের খবরে তোলপাড় টিনসেল টাউন।

49


টাইগার শ্রফের ঘনিষ্ঠ  সূত্রের দাবি দিশারল সঙ্গে অনেকদিন ধরেই সম্পর্কে নেই অভিনেতা। যদি অভিনেতা নিজের মুখে তা স্বীকার করেননি। অন্যদিকে দিশার ঘনিষ্ঠ সূত্র এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে কেন এই সিদ্ধান্ত নিলেন তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

59

দিশা এবং টাইগারের প্রেমের গুঞ্জন কারোরই অজানা নয়। নিজেরা মুখে কুলুপ আটলেও তাদের নিয়ে চর্চা দীর্ঘ দিন ধরে চর্চা চলেই আসছে বি-টাউনে। তবে বরাবরই যেন লাইমলাইট থেকে নিজেদের আড়ালে রাখতে চেয়েছেন দিশা ও টাইগার।

69

তবে কি সত্যিই একসঙ্গে আর পথচলা হল না দিশা ও টাইগারের। একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবি থেকে লাঞ্চ ডেট, রোম্যান্টিক ডিনার, বিমানবন্দরে হাত ধরাধরির সমস্ত ছবিই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবুও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি তারা।

79

এমনকী টাইগারের বাড়িতেও যাতায়াত ছিল দিশা পাটানির  তা সকলেরই জানা। টাইগারের বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে দারুণ বন্ধুত্ব দিশার। তবে হঠাৎ কী এমন হল যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হল দিশা ও টাইগারকে। সূত্র বলছে এর উত্তর কারোরই জানা নেই। কেউই নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খোলেননি।

89

আপাতত পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন টাইগার শ্রফ। অন্যদিকে আপকামিং ছবি এক ভিলেন রিটার্নস ছবির প্রোমোশন নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা। বলিউডে পা রাখার পর থেকেই দর্শকমন জিতে নিয়েছেন দিশা পাটানি। মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা। অন্তর্বাসের ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা পাটানি।

99

বলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি রয়েছেন প্রথম সারিতে। সর্বদাই সেক্সি ফিগারে ঝড় তুলতে সিদ্ধহস্ত দিশা পাটানি। সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা দিশা। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত টাইগারের প্রেমিকা। 'মোহিত সুরির এক ভিলেন রিটার্নস'  ছবিতেই জুটি বেঁধেছেন জন আব্রাহাম ও দিশা পাটানি। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos