বিগবসের ঘরে নয়, বরং সলমনের ফার্ম হাউসেই তিনি অনুষ্ঠানটির হোস্ট করতে চলেছেন। এবার প্রতিযোগীদের ঘরের মধ্যে নয়, বরং নিজের ঘরে থেকেই শুটিং করবেন ভাইজান। আরও জানা গেছে, সলমন এবার মঞ্চে এসে 'উইকেন্ড কা ভার' পর্বেরও শুটিং করবেন না। কারণ করোনার কারণেই তা করা সম্ভব হবে না। মহামারী সঙ্কটে তিনি নিজেই তার অংশের শুটিং ফার্মহাউসে করবেন বলে জানিয়েছেন।