আচমকাই রাত ২টোর সময় বেজে ওঠে অমিতাভের ফোন, পরদিন সকালেই ভয়ানক দুর্ঘটনা, বিগ বি-র স্মৃতিতে রহস্যময় রাত

Published : Oct 11, 2021, 08:50 AM IST

স্মিতা পাতিল , বলিউডের হট ডিভা, যাঁর চলে যাওয়াটা আজও কেউ মেনে নিতে পারে না। মাত্র ৩১ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। আর সেই স্মৃতিচারণেই মুখ খুলে অমিতাভ বচ্চন সামনে এনেছিলেন এক রহস্যময় রাতের ঘটনা। 

PREV
19
আচমকাই রাত ২টোর সময় বেজে ওঠে অমিতাভের ফোন, পরদিন সকালেই ভয়ানক দুর্ঘটনা, বিগ বি-র স্মৃতিতে রহস্যময় রাত

স্মিতা পাতিল (Smita Patil), ৭০ থেকে ৮০ দশকে পর্দায় ঝড় তোলা এই অভিনেত্রীর লুকেই মত্ত ছিলেন সকলে। স্বল্প পরিসরের বলিউড সফর(Bollywood Journey), তাও নিজের এক ভিন্ন ছাপ ফেলে গিয়েছিলেন তিনি।

29

তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) খুব একটা ঘনিষ্ট সম্পর্ক (Relationship) ছিল না। সেভাবে কখনও কথাও হয়নি। এমনই একজনের থেকে রাত দুটোর ফোন পাওয়া।

39

প্রথমটাতে ঠিক বুঝতে পারেননি অমিতাভ বচ্চন। ফোনটা পেয়ে রীতিমত অবাক হয়েছিলেন। ভেবে দেখেছিলেন, এত রাতে স্মিতার তাঁকে ফোন করার কথা নয়।

49

এরপরই তিনি ভাবেন, যে পরিচিতি ছাড়া যখন এতরাতে তাঁকে ফোন করেছে, তখন নিশ্চই কোনও প্রয়োজন রয়েছে। তিনি দেখা করতে যান।

59

তখন চলছিল কুলি ছবির শ্যুটিং। স্মিতা অমিতাভকে ডেকে জানান, তিনি কেমন আছেন! তাঁর শরীরে কোনও কষ্ট হচ্ছে না তো!

69

সেদিন স্মিতা একটা খারাপ স্বপ্ন দেখেছিলেন, অমিতভের কিছু হয়েছে। তাই দেরি না করেই তাঁকে ফোন করেছিলেন। অমিতাভ জানান তিনি ভালো আছেন।

79

কিন্তু পরের দিন সকালেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। কুলির সেটে আহত হন অমিতাভ। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

89

শুরু হয় জীবন নিয়ে লড়াই। ফলে সেই রাতে স্মিতার বলা কথা আজও ভোলেননি অমিতাভ বচ্চন। তিনি জানান, স্মিতা কিছু একটা আঁচ পেয়েছিলেন।

99

আজও অমিতাভ বচ্চন খুঁজে পাননি সেই রাতের রহস্য। কীভাবে স্মিতা এই ভবিষ্যত বানী করেছিলেন, তা আজও রহস্যই থেকে গিয়েছেন। 

click me!

Recommended Stories