নয়া প্রজন্মের তারকাদের মধ্যে ইতিমধ্যেই বলিউডে ঝড় তুলেছেন বরুণ ধাওয়ান। সুপারস্টারের তকমা পেতে তাঁর খুব একটা বেশি সময় লাগেনি। অল্প সময় একের পর এক ছবি করা, সেই সময়ের মাঝেই একাধিক বন্ধু ও সেলেব পরিবারের সঙ্গে যোগাযোগ। কিন্তু কেরিয়ারের এই পিক টাইমে বিয়ের আসরই কি কা হয়ে দাঁড়াবে!