বরুণ-নাতাশা বিয়ের আসর, গেস্ট লিস্টে নেই বচ্চন পরিবারের কারুর নাম, কেন

নয়া প্রজন্মের তারকাদের মধ্যে ইতিমধ্যেই বলিউডে ঝড় তুলেছেন বরুণ ধাওয়ান। সুপারস্টারের তকমা পেতে তাঁর খুব একটা বেশি সময় লাগেনি। অল্প সময় একের পর এক ছবি করা, সেই সময়ের মাঝেই একাধিক বন্ধু ও সেলেব পরিবারের সঙ্গে যোগাযোগ। কিন্তু কেরিয়ারের এই পিক টাইমে বিয়ের আসরই কি কা হয়ে দাঁড়াবে! 

Jayita Chandra | Published : Jan 24, 2021 9:56 AM
111
বরুণ-নাতাশা বিয়ের আসর, গেস্ট লিস্টে নেই বচ্চন পরিবারের কারুর নাম, কেন

কম সময়ের মধ্যেই ভক্তমহলে ও বলিউডে নিজের এক পাকা জায়গা বানিয়ে নিয়েছেন বরুণ ধাওয়ান। সকলের প্রিয় তিনি। 

 

211

কিন্তু সেই চেনা সমীকরণকেই কি পাল্টে দেবে এবার বরুণ ধাওয়ানের বিয়ের আসর! এমনটাই জল্পনা তুঙ্গে। কারণ হচ্ছে গেস্ট লিস্ট। 

311

খুব ভালো সম্পর্ত ধাওয়ান পরিবারের সঙ্গে রয়েছে বলিউডের অধিকাংশের। কিন্তু তাঁদের নাম নেই নিমন্ত্রণ পত্রে। 

411

যার মধ্যে সব থেবে বেশি নজর কাড়ছে বচ্চন পরিবার। বলিউড কান্ডারী অভিমাভের কাছেই পৌঁচ্ছল না কার্ড, কেন! 

511

সূত্রের খবর অনুযায়ী অভিষেক ও ঐশ্বর্যের বিয়ের আসরের মতই সেজে উঠতে চলেছে এই বিয়ের আসর। তবে ডাক পেলেন না অনেকেই। 

611

তালিকায় নেই অনিল কাপুরের পরিবারের নাম। নাম নেই গোবিন্দারও। অথচ এদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ধাওয়ান পরিবারের। 

711

একইভাবে বাদ থাকল বলি কাপুরের পরিবারও। যদিও কেবল মাত্র ডাক পেয়েছেন অর্জুন কাপুর। তালিকায় সলমন খান তো রয়েছেই। 

811

ঠিক একইভাবে বরুণের মেন্টার করণ জোহারের নামও রয়েছে তালিকাতে। করোনার জেরেই এই সিদ্ধান্ত। ইচ্ছে থাকলে উপায় নেই।

911

নিয়ম অনুযায়ী মাত্র ৫০ জনকে নিমন্ত্রণ করতে পারবেন তাঁরা। কিন্তু সেই তালিকা তৈরি করার সময় একটু সতর্ক থাকা উচিৎ ছিল বরুণের। 


 

1011

এক পরিচালক বরুণের বিয়ে নিয়ে মুখ খুলে এমনটাই দাবী করে বসলেন। জানালেন, এই বিয়ের পর ধাওয়ানদের বন্ধু ও বলিউডের সঙ্গে সম্পর্কে বেশ খানিকটা প্রভাব পড়বে।  

1111

বাংলা-নির্বাচন-স্টোরি-ক্রিয়েটিভস
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos