রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বরুণ-নাতাশা, তার আগেই এ কী সিদ্ধান্ত নিলেন বলি অভিনেতা

Published : Jan 23, 2021, 05:50 PM IST

বিয়ের পিঁড়িতে বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। আগামীকাল অর্থাৎ ২৪ জানুয়ারি বিয়ের শুভক্ষণ। জোর কদমে চলছে প্রস্তুতি। আলিবাগের ম্যানশনই হল বিয়ের আসর। গোটা রিসোর্টটি বুক করে নিয়েছেন তাঁরা। সেখানেই একজোট হয়েছে পাপারাৎজি এবং সাংবাদিকেরা। তবে ম্যানশনে প্রবেশ করা নিষেধ। করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনেই চলছে প্রস্তুতি।   

PREV
18
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বরুণ-নাতাশা, তার আগেই এ কী সিদ্ধান্ত নিলেন বলি অভিনেতা

অন্দরমহলের কোনও ছবি, খবরাখবর পাওয়া যাচ্ছে না। কারণ ভিতরে সমস্ত অতিথিদের ফোন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 

28


সিসিটিভির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে বিয়েবাড়িতে। অতিথিদের নিয়েও তৎপরতা রয়েছে বরুণ ও নাতাশার পরিবারের। 

 

38

কারও মোবাইল ফোন ভিতরে ব্যবহার করাও নিষেধ। অতিথি থেকে শুরু করে কর্মীরাও নিজেদের ফোন ব্যবহার করতে পারবে না। 

48

ম্যানশনের বাইরে চারপাশে বড় বড় ফ্লেক্সের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে বাইরে থেকে কেউই ভিতরের কোনও কার্যকলাপ রেকর্ড না করতে পারে। 

58

মাত্র ৪০ জন অতিথিদের নিয়েই সম্পন্ন হবে বিবাহ। গত বছর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁদের। কোভিডের জেরে সেই সমস্ত প্ল্যানই গিয়েছিল ভেস্তে। 

68

তবে আর দেরি নয়। নতুন বছর পড়তেই বিবাহের বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাঁরা। নিরাপত্তারক্ষী ইতিমধ্যেই অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তাঁরা। 


 

 

 

78


অতিথিরা দু'দিন আগে থেকেই আলিবাগের ম্যানশনে গিয়ে থাকছেন বলেই জানা যাচ্ছে। 

88

বিয়ের দিন কোন বলিউডের কোনও তারকাদের দেখা যাবে কি না সেই নিয়ে উৎসাহ জেগেছে ভক্তমহলে। 

click me!

Recommended Stories