জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও সকলেই তাদের সম্পর্ক কথা জানেন। গেট টুগেদার থেকে একাধিক পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে।নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও বলিউডে সকলেই জানেন তাদের সম্পর্কের কথা।
811
গভীর রাতে ক্যাটরিনার ফ্ল্যাটে চুপিচুপি কোয়ালিটি টাইম কাটাতেও আসেন ভিকি কৌশল। আর ফ্ল্যাট থেকে বেরোতে গিয়েই ধরাও পড়ে যান, যা কিনা মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
911
২০১২ সালে ইশা আম্বানির দিওয়ালি পার্টি থেকেই ভিকি এবং ক্যাটরিনার ডেটিং গুজব শুরু হয়েছিল। কিছুদিন আগেই হর্ষবর্ধন কাপুর টেলিভিশন শো-তে একপ্রকার খোলাখুলি তাদের ডেটিংয়ের কথা ফাঁস করেছিলেন।
যদিও পুরো বিষয়টা ভুঁয়ো বলে দাবি করেছেন ক্যাটরিনা কাইফের মুখপাত্র। তবে তাদের প্রেমের গুঞ্জন বলিউডের অলিতে গলিতে শোনা যাচ্ছে। কবে চারহাত এক হবে এটাই এখন দেখার বিষয়।