কোকেন থেকে ড্রাগস, এই নাম গুলি যেন খুবই পরিচিত বলিউডে। তবে শুধু এগুলোই নয়, যে কোনও নেশারই যেন আঁতুড়ঘর বলিউড। বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই মাদক কেসে নাম জড়িয়েছিল তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের। সকলেই গোপনে মাদক নিতেন। তবে ছেলেরাই শুধু নন, মেয়েরাও রীতিমতো পাল্লা দিয়ে গভীর নেশায় আসক্ত। ধূমপান ছাড়া যাদের এক মুহূর্ত চলে না। আবার অনেকে হয়তো ধূমপান ছেড়েছেন কোনও কারণবশত। বলি সেলেবদের কারা রয়েছেন সেই তালিকায়। বিশ্ব ধূমপান বিরোধী দিবসে চিনে নিন বলিউডের চেন্স স্মোকারদের।