আলি ফজল-রিচা চাড্ডা
বলিমহলের অন্দরে কান পাতলেই একের পর এক বিবাহ গুঞ্জন শোনা যাচ্ছিল। খুব শীঘ্রই নাকি গাটছড়া বাঁধতে চলেছিলেন বলি অভিনেত্রী রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল। টিনসেল টাউনের অন্দরে এই নিয়ে জোর কানাঘুসো শুরু হয়েছিল। সূত্র থেকে জানা গেছিল চলতি বছরের আগামী ১৫ এপ্রিল দিন সাত পাকে বাঁধা পড়তেন রিচা-আলি ফজল। ৪ দিন ধরে চলত বিয়ের অনুষ্ঠান। ১৮ এপ্রিল লখনউতে প্রথম রিসেপশন। শুধু তাই নয়, দিল্লি, লখনউ, মুম্বইতে হওয়ার কথা ছিল বিয়ের অনুষ্ঠান।তারপর ২০ তারিখ মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন হবে বলেও জানা গিয়েছিল। কিন্তু করোনা ও লকডাউনের প্রকোপেই তা বাতিল হয়েছে।