আসানসোলের খনি এলাকায় থেকে দূরত্ব খুব বেশি নয়। পশ্চিম বর্ধমান জেলার জমজমাট শহর দুর্গাপুর। কল-কারখানার আধিক্যের জন্য এই শহর শিল্পশহর হিসেবেও পরিচিত। কেউ কেউ আবার বলেন ইস্পাতনগরী।
ঘড়িতে তখন দুপুর বারোটা। মঙ্গলবার দুর্গাপুরের বিওজিএল টাউনশিপের উল্টোদিকে রাস্তার নিচে বিকট শব্দ শুনতে পান স্থানীয় সবজি ব্যবসায়ী। প্রায় সঙ্গে সঙ্গেই রাস্তায় ফাটল ধরে যায়। এমনকী, পুড়ে যায় বেশ কয়েকটি গাছও।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার সকালে পরপর দু'বার বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। যথারীতি পুড়ে যায় সবজি মাঠের বেশ কয়েকটি গাছও।
পুলিশকর্মীদের নজরে পড়ে, উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারের নিচে রয়েছে একটি গাছ। সেই গাছের কোনও অংশ যখনই তারের সংস্পর্শে আসছে, তখনই বিকট শব্দ হচ্ছে। আর সঙ্গে আগুনের ঝলকানি। শেষপর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেন।