'ভাগের দুর্গা', বাড়ির উঠানে সাতটি প্রতিমা এনে পুজো করেন পরিবারের সদস্যরা

এক উঠোনে সাতটি দুর্গা!  এভাবেই পুজো হয়ে আসছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের খাটুন্দি গ্রামের ভট্টাচার্য বাড়িতে। গ্রামের লোকেরা তো বটেই, অভিনব পুজো দেখতে আশেপাশের এলাকা থেকেও আসেন বহু মানুষ। 
 

Asianet News Bangla | Published : Oct 25, 2020 5:18 PM IST / Updated: Oct 25 2020, 10:50 PM IST

15
'ভাগের দুর্গা', বাড়ির উঠানে সাতটি প্রতিমা এনে পুজো করেন পরিবারের সদস্যরা

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের খাটুন্দি গ্রামটি ভাগারথীর তীরে। প্রতিবছর বন্য়ার জলে ভেসে যেত গ্রাম। তলিয়ে যেত ঘরবাড়ি, ব্যাপক ক্ষতি হত ফসলের।
 

25

কথিত আছে, বন্যার হাত বাঁচার জন্য পণ্ডিত রামগোপাল ভট্টাচার্যকে দুর্গাপুজো শুরু করেন গ্রামবাসীরা। সে প্রায় ছ'শো বছর আগের কথা। খাটুন্দি গ্রামের ভট্টাচার্য বাড়িতে পুজো সেই শুরু।
 

35

প্রথমে একটি প্রতিমা এনে দুর্গাপুজো করা হত। পরবর্তীকালে পরিবারের সদস্য সংখ্যা যত বাড়তে থাকে, পুজো ততই ভাগ হতে শুরু করে। এখন বাড়ি উঠানে সাতটি প্রতিমায় আলাদা আলাদাভাবে পুজো হয়।
 

45

পুজোর রীতিতে অবশ্য কোনও বদল ঘটেনি। সাতটি দুর্গাপুজোই হয় বৈষ্ণব রীতিতে। প্রতিদিন পুজো শুরুর আগে আবার কৃষ্ণের পুজো করা হয়।
 

55

পরিবারের সদস্য় সুধীর কুমার ভট্টাচার্য জানালেন, পরিবারের সদস্যরাই নিজেদের জাহির করার জন্য একে একে সাতটি পুজো চালু করেছেন। প্রতিমা আলাদা হলেও এখন বড় তরফের পুজোই প্রথমে শুরু হয়।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos