এক হাজার চব্বিশ বছরের ঐতিহ্য। বাঁকুড়া বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের প্রাচীন আজও ঐতিহ্য বজায় রেখে চলেছে। মহাষ্টমীতে পাহাড়ের কোলে হুঙ্কার দিল মল্ল রাজাদের কামান। প্রাচীন ঐতিহ্যের মা মৃন্ময়ীর পুজোয় ঘিরে প্রসাদ বিতরণ। করোনা সুরক্ষা বিধি মেনে পুজোর যাবতীয় ব্যবস্থার আয়োজন করা হয়। করোনা আবহের মধ্যে হলেও সব রীতি রেওয়াজ মেনে প্রতি বছর পুজো হয়। অন্যান্য বছর জন সমাগম হলেও, করোনার থাবায় এবচৎ ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।