Big News, সত্যিই কি ৭ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক , বিভ্রান্ত না হয়ে জেনে নিন ছুটির তালিকা

আজ থেকেই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা।  মার্চ মাসে ছুটির দিন বাদেও নাকি ৭ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা এমনটায় খবর ছড়িয়েছে মার্কেটে। সত্যিই কি এতদিন ছুটি থাকবে ব্যাঙ্ক। তবে একটানা এতদিন ছুটির থাকলে চরম  অসুবিধায় পড়তে পারেন গ্রাহকরা ৷ দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও  দোল সহ বেশ  কিছু ছুটি রয়েছে ২৭ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে। বিভ্রান্ত না হয়ে জেনে নিন কোন কোন দিন খোলা থাকতে চলেছে ব্যাঙ্ক। দেখে নিন ছুটির তালিকা।

Riya Das | Published : Mar 27, 2021 1:37 PM / Updated: Mar 27 2021, 02:18 PM IST
18
Big News, সত্যিই কি ৭ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক , বিভ্রান্ত না হয়ে জেনে নিন ছুটির তালিকা

আজ থেকেই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা।  ২৭ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা এবং মাত্র ২ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। এমনটায় খবর ছড়িয়েছে মার্কেটে। খবর ছড়াতেই বিভ্রান্ত সাধারণ মানুষ।

28

মার্চ মাসে ছুটির তালিকাটা বেশ দীর্ঘ।  তাই ছুটির দিনগুলি না জানা থাকলে কিন্তু চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

38

২৭, ২৮ মার্চ পরপর দুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।  ২৭ মার্চ অর্থাৎ চতুর্থ শনিবার আজও বন্ধ ব্যাঙ্কের পরিষেবা। এবং আগামীকাল অর্থাৎ রবিবারও বন্ধই থাকে ব্যাঙ্কের পরিষেবা।

48

তবে ২৯, ৩০ এবং ৩১ মার্চ ব্যাঙ্ক খোলা থাকবে । এই তিনদিন ব্যাঙ্কের প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন সাধারণ মানুষ।

58


১ এবং ২ এপ্রিল আবার বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা। তবে ৩ এপ্রিল ব্যাঙ্ক পরিষেবা খুললেই ফের ৪ এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

68


২৯ মার্চ হোলি উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ৩০ মার্চ পাটনা শাখায় ব্যাঙ্ক বন্ধ থাকবে বাকি সব জায়গায় খোলা থাকবে ব্যাঙ্কের পরিষেবা।

78

ব্যাঙ্কের ছুটির দিনগুলোতে এটিএম-এ টাকা না থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।  তখন ব্যাঙ্ক ছাড়া আর কোনও উপায় থাকে না। অন্যদিকে এটিএম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার পর, প্রয়োজন থাকলেও বেশি তোলা যায় না।

88

 টাকা লেনদেনের সমস্যায় পড়ার আগে জেনে নিন ২০২১ সালের মার্চ মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos