সপ্তাহের শুরুতে একধাক্কায় দাম কমল সোনার। হোলির আগেই মধ্যবিত্তের সোনায় সোহাগা। সাধারণ মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার।
৫০ হাজার নয়, বরং ৪০ হাজার ছুঁই ছুঁই সোনার দাম। হোলির আগেই একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ফের ভারতীয় বাজারে অব্যাহত সোনা ও রূপোর পতন।
দোল উৎসবের আর্কষণীয় অফারও শুরু হয়েছে গয়নার দোকানগুলিতে। বাম্পার অফার নিতে দোকানে ভিড় বাড়ছে মধ্যবিত্তের ।
এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.২৩ শতাংশ কমেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৩,৯১০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৪,৯১০ টাকা।
একধাক্কায় অনেকটাই নিচে নেমেছে সোনার দাম। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রূপোর দর।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। ১ কেজি রুপোর আজকের দাম ৬৪,৮৪০ টাকা।
Riya Das