বাজেটের পরদিনই একলাফে কমল সোনার দাম, দারুণ সস্তা হল রূপোও

কোভিড পরিস্থিতির মধ্যে এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সকলের কাছেই।  অর্থনীতিকে চাঙ্গা করতে সাধারণ মানুষের জন্য অর্থমন্ত্রী নিমর্লা সীতারামন কী উপহার দেবেন সেদিকেই চোখ ছিল  আমজনতার। বাজেটের পরদিনই ভারতীয় বাজারে দাম কমল সোনার।। তবে শুধু সোনা নয়, ব্যাপক পতন  রূপোর দামেও। বাজেটের পরদিনই কতটা কমল সোনার দাম, জেনে নিন আজকের বাজারদর।
 

Riya Das | Published : Feb 2, 2021 8:20 AM IST
18
বাজেটের পরদিনই একলাফে কমল সোনার দাম, দারুণ সস্তা হল রূপোও

বাজেটের পরদিনই ভারতীয় বাজার অব্যাহত থাকল সোনার দাম। একধাক্কায় অনেকটাই কমেছে রুপোার দামও।

28


সোমবার সাধারণ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, আপাতত দুই ধাতুর উপর ১২.৫ শতাংশ আমদানি শুল্ক ধার্য করা হয় এবং তা কমিয়ে ৭.৫ শতাংশ করা হচ্ছে।

38


তবে নির্দিষ্ট কিছু সোনা ও রূপোর উপর কৃষি পরিকাঠামো বাবদ ২,৫ শতাংশ সেস ধার্য করা হয়েছে। অর্থাৎ আমদানি শুল্ক কমে ১০.৫ শতাংশ হয়েছে।

48


বিশেষজ্ঞদের মতে, আমদানি শুল্ক কাটছাঁটের প্রতিক্রিয়া হিসেবে সোনার দাম কমলেও প্রভাব বেশিদিন থাকতে নাও পারে।

58

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৫৯০ টাকা।  যা গতকাল ছিল ৪৮,৪৫০ টাকা।


 

68


২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৮,৫৯০ টাকা। যা গতকাল ছিল ৪৯,৪৫০ টাকা।

78

রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৭১,০০০ টাকা। যা গতকাল ছিল ৭৩,০০০ টাকা।

88

বিশ্বের অন্যতম সোনা ও রূপো ব্যবহারকারীর তালিকার প্রথম দিকেই রয়েছে ভারত। দাম কমে যাওয়ার ফলে ভারতে সোনার চাহিদা বৃদ্ধি পেতে পারে। যার জেরে বিশ্ব বাজারে দামেও প্রভাব পড়তে পারে। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos