ফের মধ্যরাতে আকাশছোঁয়া দাম বাড়ল রান্নার গ্যাসের , একমাসে ৩ বার কোপ মধ্যবিত্তের হেঁশেলে

সাধারণ বাজেটের ৭২ ঘন্টা কাটতে না কাটতেই  ফের একধাক্কায় দাম বেড়েছিল রান্নার গ্যাসের । এর আগের বারও ৫০ টাকা দাম বৃদ্ধি হয়েছিল রান্নার গ্যাসের ।   দুসপ্তাহ কাটতে না কাটতেই  গতকাল অর্থাৎ বুধবার মধ্যরাতে ফের ২৫ টাকা দাম বাড়ল  রান্নার গ্যাসের। এক মাসে তিন বারে মোট ১০০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।

Riya Das | Published : Feb 25, 2021 2:18 AM IST / Updated: Feb 25 2021, 08:04 AM IST
17
ফের মধ্যরাতে আকাশছোঁয়া দাম বাড়ল রান্নার গ্যাসের , একমাসে ৩ বার কোপ মধ্যবিত্তের হেঁশেলে


করোনা আবহে অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। একধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ে নিয়েই নাজেহাল মধ্যবিত্ত। 

27

ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের। একই মাসে পরপর তিন বার দাম বাড়ল রান্নার গ্যাসের।  অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।

37


বুধবার মধ্যরাতে ফের ২৫ টাকা দাম বাড়ল  রান্নার গ্যাসের। এক মাসে তিন বারে মোট ১০০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। 

47


রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলি ঘোষণা করেছে,  ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা।

57

১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর কমছে ৫ টাকা। যা দাঁড়িয়েছে ১,৫৮৪ টাকা। 

67


এর আগেও একই মাসে  সিলিন্ডারের দাম দুবার বেড়েছে,  দাম বাড়লেও ভর্তুকির অঙ্ক বাড়েনি। তবে কি এবার আদৌ বাড়বে ভর্তুকির অঙ্ক, প্রশ্ন  গ্রাহকদের। যদি গ্যাসের দাম বাড়লেও ভর্তুকির অঙ্ক জানানো হয়নি।

77

এই মাসে যেমন দাম বাড়ল তিন বার। তেমনই ডিসেম্বর মাসেও দু’দফায় সিলিন্ডারের দাম ১০০ টাকা বেড়েছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। একধাক্কায় রান্নার গ্যাসের দাম অনেকটা বাড়ায় মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos