লক্ষ্মীবারে ফের হু হু করে নামছে সোনার দর, কমল রূপোর দামও

পুজোর আগেই সোনায় সোহাগা। লক্ষ্মীবারে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের দাম কমল সোনার। পুজোর মরশুমে একটানা উর্ধ্বমুখী থাকার পর ফের প্রথম দাম কমল সোনার। গতকালের তুলনায় আজ একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই সোনা কেনা নিয়ে নাজেহাল।  যত সময় বাড়ছিল ততই যেন সোনার দর বাড়ছিল। গতকালের তুলনায় কতটা কমল সোনার দাম। জেনে নিন আজকের বাজার দর।

Riya Das | Published : Oct 15, 2020 1:10 PM IST
18
লক্ষ্মীবারে ফের হু হু করে নামছে সোনার দর, কমল রূপোর দামও


অগ্নিমূল্য বাজারে সোনার দামে বড় চমক। জেনে নিন আজকের দর। পুজো প্রায় চলেই এসেছে। করোনা আবহে এবছর পুজোর রং ফিকে হলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। অনলাইনে কেনাকাটা চলছে জোরকদমে। 

28


গতকাল  এমসিএক্স সূচক গোল্ড ফিচারে  ১০ গ্রাম সোনার দাম ০.৫শতাংশ বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি ১.৬ শতাংশ বেড়েছিল রূপোর দরও।
 

38


তবে গতকালের তুলনায় ফের আজ নতুন চমক দিয়েছে সোনার বাজার। পাশাপাশি রূপোর দামও নিচের দিকে।

48

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম  ৪৯,৭৪০ টাকা। 

58


২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৭৬০ টাকা। 

68

রূপোর দামও একধাক্কায়  অনেকটাই কমেছে। ১ কেজি রূপোর আজকের দাম ৬১, ০০০ টাকা।

78

সোনার দাম ওঠানামা করায় ইটিএএফ লগ্নিকারীরা আপাতত ঝুঁকি এড়াতে চাইছেন বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।

88

দাম কমা-বাড়ার মধ্যেই সোমবার থেকে ভারতে গোল্ড বন্ড কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত তা চলবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos