পুজোর আগেই তিনদিন পর প্রথম কমল সোনার দাম। অগ্নিমূল্য বাজারে সোনার দামে বড় চমক।
মঙ্গলবার এমসিএক্স সূচক গোল্ড ফিচারে ১০ গ্রাম সোনার দাম ০.৫৫ শতাংশ পড়েছে।
২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫০,১৩০ টাকা।
২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৩,১৫০ টাকা।
রূপোর দামও একধাক্কায় অনেকটাই কমেছে। প্রতি কেজি রূপোতে ১.২ শতাংশ দাম কমেছে।
১ কেজি রূপোর আজকের দাম ৬২, ৩৪৩ টাকা।
গত কয়েকদিনে সোনার দাম যেমন বেড়েছিল তেমনই রূপোর দামও ছিল উর্ধ্বমুখী।
দাম কমা-বাড়ার মধ্যেই সোমবার থেকে ভারতে গোল্ড বন্ড কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তা চলবে।
Riya Das